- Home
- »
- টেক গাইড »
- Bing, ChatGPT অতীত! এবার ইউজারদের যেমন...
Bing, ChatGPT অতীত! এবার ইউজারদের যেমন খুশি তেমনই ছবি Free-তে বানিয়ে দেবে Google
ইচ্ছেমতো টেক্সট টাইপ করে AI ইমেজ তৈরির অপশন দিয়ে কয়েক সপ্তাহ আগে সোশ্যাল মিডিয়া মাতিয়ে রেখেছিল Microsoft। জনপ্রিয় এই...ইচ্ছেমতো টেক্সট টাইপ করে AI ইমেজ তৈরির অপশন দিয়ে কয়েক সপ্তাহ আগে সোশ্যাল মিডিয়া মাতিয়ে রেখেছিল Microsoft। জনপ্রিয় এই টেক কোম্পানির Bing টুল দিয়ে WhatsApp, Facebook ইউজাররা নিজেদের পুতুলের মতো প্রোফাইল পিকচার বানাচ্ছিলেন। এখন ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোম্পানি তথা অ্যান্ড্রয়েড নির্মাতা Google, তার Bard AI চ্যাটবটে এবার আরেকটি নতুন ফিচার নিয়ে এসেছে যার সাহায্যে ব্যবহারকারীরা একইভাবে ছবি জেনারেট করার সুবিধা পাচ্ছেন। এর মানে হল যে, Google Bard ইউজাররাও এখন চ্যাটবটে টেক্সট প্রম্পট দিয়ে তাদের পছন্দসই যেকোনো ছবি তৈরি করতে সক্ষম হবেন – তাও একেবারে বিনামূল্যে। স্বাভাবিকভাবে এক্ষেত্রে নতুন টুলের সাথে Microsoft Bing-এর পাশাপাশি ChatGPT Plus-এর সাথেও Google প্রতিযোগিতা করবে।
কীভাবে Google Bard দিয়ে ইচ্ছেমতো ছবি বানাবেন?
- আপনিও যদি গুগল বার্ডের নতুন টুলের মাধ্যমে ছবি তৈরি করতে চান, তাহলে আপনাকে প্রথমে আপনাকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট https://bard.google.com-এ যেতে হবে।
- এরপরে, আপনাকে নীচের ডানদিকে দৃশ্যমান 'ট্রাই বার্ড' (Try Bard) বাটন ট্যাপ বা ক্লিক করতে হবে, যাতে করে ওয়েবসাইটটি জিমেইল (Gmail)-এর সাহায্যে লগইন করতে বা প্রোফাইল তৈরি করতে বলবে।
- পরবর্তী ধাপে আপনার সামনে আসবে বার্ডের প্রাইভেসি পলিসি, যার পড়ে নীচে 'আই অ্যাগ্রি' (I Agree) বাটন ট্যাপ করলেই আপনি বার্ড ব্যবহার করতে সক্ষম হবেন।
- সেক্ষেত্রে এই সমস্ত কাজ হয়ে গেলে আপনি যে ছবিটি তৈরি করতে চান, তার জন্য আপনাকে নির্দিষ্ট প্রম্পট দিতে হবে। ব্যস, তাতেই আপনিও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ফটো জেনারেট করার বিকল্প পাবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলগুলির সাথে প্রতিযোগিতায় নেমে এতদিন গুগল চ্যাটজিপিটি খানিকটা পিছিয়ে ছিল। যদিও তারা বার্ড এআইয়ের মাধ্যমে ওপেনএআইয়ের টুল চ্যাটজিপিটিকে টেক্কা দেওয়ার চেষ্টায় কসুর করেনি। সেক্ষেত্রে যেখানে বেশিরভাগ ইমেজ মেকার টুলের জন্য ইউজারদের টাকা খরচ করতে হয়, সেখানে কিন্তু গুগল বার্ড টুল বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে মনে রাখবেন, বর্তমানে এই টুলের মাধ্যমে শুধুমাত্র সাধারণ ছবিই তৈরি করা যেতে পারে, ধীরে ধীরে এই টুলটি ডেভেলপ করবে কোম্পানি।