নিজের ব্যক্তিগত তথ্য জানবে না গুগল থেকে ফেসবুক, আজই মোবাইলে এই ৩ সেটিংস বন্ধ করুন

কেউ যাতে আপনার ফোনের অন্দরে ঢুকতে না পারে তার জন্য আজই মোবাইলে ৩ সেটিংস বদলে নিন। ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখার পাশাপাশি সাইবার হানা থেকে রক্ষা পাবেন।

Suvrodeep Chakraborty 8 Nov 2024 8:05 PM IST

আপনি কি জানেন, যা কথা বলেন বা যা অ্যাক্টিভিটি করেন তার প্রায় সবই জানতে পারে মোবাইল ফোন। প্রতিনিয়ত আপনাকে ট্র্যাক করছে এই গ্যাজেট। আর তার উপর ভিত্তি করেই আপনার ফোনে ভেসে ওঠে বিজ্ঞাপন এবং পছন্দের রিলস বা ভিডিয়ো। এই সবটাই করা হয় আপনার ব্যক্তিগত তথ্যের উপর ভর করে। তাই প্রাইভেসি বজায় রাখা ভীষণ জরুরি। আর সেই সুযোগ রয়েছে আপনার মোবাইলের সেটিংসেই।

ফোনের অন্দরে যাতে কেউ ঢুকতে না পারে তার জন্য এই ৩ টিপস মেনে চলুন

  • গুগল অ্যাপে ভয়েস ও অডিয়ো অ্যাক্টিভিটি বন্ধ করুন

অনেকেই জানেন না গুগল আপনার ভয়েস এবং অডিয়ো রেকর্ড করে থাকে। তার ভিত্তিতেই আপনাকে আপনার মনের মতো পরিষেবা দেওয়ার চেষ্টা করে তারা। কিন্তু এটা যে আপনার প্রাইভেসিতে আঘাত করা! তাই আজই গুগল অ্যাপ খুলে উপরে প্রোফাইল অপশনে ক্লিক করুন।

প্রোফাইলে যাওয়ার পর চলে যান ডেটা ও প্রাইভেসিতে।

এখানে ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটিতে ট্যাপ করে অফ করে দিন।

এইভাবে ভয়েস রেকর্ড ট্র্যাক করা থেকে গুগলকে আটকানো যাবে।

  • মাই অ্যাড সেন্টারে পার্সোনালাইজড অ্যাড বন্ধ করুন

আপনার সার্চ হিস্ট্রি, অ্যাপ ব্যবহার করার প্রবণতার উপর ভর করে পার্সোনালাইজড অ্যাপ দেখায় গুগল। এখানেই মূলত টার্গেটেড বিজ্ঞাপন দেখা যায়। এটি বন্ধ করার জন্য -

স্মার্টফোনে গুগল অ্যাপ খুলে মাই অ্যাড সেন্টারে চলে যান।

তারপর পার্সোনালাইজড অ্যাড টগল বন্ধ করে দিন।

এইভাবে আপনি আপনার সার্চ ও ব্রাউজিং হিস্ট্রি আরও নিরাপদ রাখতে পারবেন।

  • লোকেশন ট্র্যাকিং বন্ধ করুন

লোকেশন ট্র্যাকিং একদিকে যেমন কাজের, অন্যদিকে তেমনই এর মাধ্যমে আপনাকে নানা জায়গায় সুপারিশ করে গুগল। (যেমন রেঁস্তোরা, শপিং মল, দর্শনীয় স্থান ইত্যাদি)। আর এর মাধ্যমে আপনি কখন কোথায় যাচ্ছেন তা গুগলের নখদর্পণে থাকে। এটা বন্ধ করার জন্য -

১) প্রথমে গুগল ম্যাপ ওপেন করুন।

২) তারপর প্রোফাইল অপশনে ট্যাপ করুন।

৩) এবার ডেটা অপশনে ক্লিক করুন।

৪) এখানে লোকেশন হিস্ট্রি অপশনটি বন্ধ করে দিন।

৫) লোকেশন হিস্ট্রি বন্ধ করলে গুগল আপনার লোকেশনগুলির টাইমলাইন রাখবে না। যা আপনাকে অতিরিক্ত গোপনীয়তা প্রদান করবে।

Show Full Article
Next Story