কার ফটো কোথায় তোলা? Google সার্চে এই কায়দায় সমস্ত ছবির খুঁটিনাটি পাবেন

অজানাকে জানতে হলে বর্তমান ডিজিটাল যুগের সকল বাসিন্দারা একটাই কাজ করে থাকেন, আর সেটা হল Google Search। এর জন্য ইউজারদেরকে...
techgup 9 Nov 2022 7:10 PM IST

অজানাকে জানতে হলে বর্তমান ডিজিটাল যুগের সকল বাসিন্দারা একটাই কাজ করে থাকেন, আর সেটা হল Google Search। এর জন্য ইউজারদেরকে কেবল Google-এর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ওপেন করতে হয়, এবং তারপরে জানার বিষয়বস্তুটি সার্চ বারে টাইপ করে ফেললেই কেল্লাফতে! এই পদ্ধতিতেই এখন যা কিছু জানার দরকার, সবকিছুই এক নিমেষে জেনে ফেলতে পারছেন ব্যবহারকারীরা। তবে আপনারা কি জানেন যে, যে-কোনো ফটোর ডিটেইলসও Google Search করে জানা যেতে পারে? আজ্ঞে হ্যাঁ, ঠিকই বলছি; আপনি যদি স্মার্টফোনে আপনার পছন্দসই কোনো জুতোর ছবি কিংবা নাম না জানা কোনো ফুল কিংবা ফলের ইমেজ দিয়ে Google-এ সার্চ করেন, তাহলে সার্চ ইঞ্জিনটি তৎক্ষণাৎ ফটোতে থাকা জিনিসটির বিশদ তথ্য আপনার সামনে এনে হাজির করবে।

এছাড়া, ইদানীংকালে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ঘাঁটাঘাঁটি করতে করতে অনেক সময়ই বেশ কিছু আকর্ষণীয় ছবি আমাদের সামনে চলে আসে। এর মধ্যে বেশ কয়েকটিতে নামিদামি কয়েকজন তারকাকে দেখা যায়, কিংবা কখনো কখনো কোনো সুন্দর অচেনা জায়গার ছবি আমাদের সামনে আসে। কিন্তু ছবিটিতে আসলে কাকে দেখা যাচ্ছে বা কোন শহরের কথা বলা হচ্ছে, তা জানা আমাদের পক্ষে সম্ভব হয় না। আবার, অনেক সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে আনাগোনা করতে করতে বেশ কিছু চমকপ্রদ পোশাক, অলঙ্কার এবং নানাবিধ আসবাবপত্রের ছবিও আমাদেরকে আকর্ষিত করে। এমত পরিস্থিতিতে গুগলে সেই ফটোটি সার্চ করলেই ইমেজটির সম্পর্কে যাবতীয় তথ্য জেনে ফেলা সম্ভব। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হল, এর জন্য আলাদা করে কোনো অ্যাপ ডাউনলোড করারও প্রয়োজন নেই। এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসছে যে, এই কাজটি কীভাবে করতে হবে? আসুন জেনে নেওয়া যাক।

স্মার্টফোন ব্যবহারকারীরা কীভাবে Google-এ কোনো ফটোর ডিটেইলস সার্চ করবেন?

  • প্রথমে গুগল অ্যাপ বা গুগলের ওয়েবসাইট ওপেন করুন।
  • তারপর ব্রাউজারের উপরের ডান দিকের কোণে থাকা তিনটি ডট অপশনে ক্লিক করে ডেস্কটপ মোড সিলেক্ট করুন। এর ফলে Google.com ডেস্কটপ মোডে ওপেন হবে।
  • এখন আপনি গুগলের হোম পেজের উপরের ডান দিকের কোণে ইমেজেস (Images) বিকল্পটি দেখতে পাবেন; এটিতে ক্লিক করুন।
  • এরপর আপনি সার্চ বারে ক্যামেরা আইকন দেখতে পাবেন। এটিতে ক্লিক করুন এবং আপনি যে ছবিটি সম্পর্কে বিশদে তথ্য জানতে চাইছেন, সেটিকে ফোনের গ্যালারি থেকে আপলোড করুন।
  • ছবি আপলোড করার পর সার্চ বাটনে ক্লিক করুন।
  • এরপর আপনি সংশ্লিষ্ট ছবিটির সাথে সম্পর্কিত সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানতে পারবেন।

Show Full Article
Next Story