কেউ দেখতে পাবেন না ফোনে সেভ থাকা ছবি ও ভিডিও, অনেকেই জানে না এই সিক্রেট ট্রিক

স্মার্টফোনে আমরা আমাদের ব্যক্তিগত ফটো এবং ভিডিও সেভ করে রাখি। আর গোপনীয়তা রক্ষার্থে এই ছবি ও ভিডিওগুলি লুকিয়ে রাখা...
SUMAN 2 July 2024 1:50 PM IST

স্মার্টফোনে আমরা আমাদের ব্যক্তিগত ফটো এবং ভিডিও সেভ করে রাখি। আর গোপনীয়তা রক্ষার্থে এই ছবি ও ভিডিওগুলি লুকিয়ে রাখা জরুরি হয়ে পড়ে। এখনকার দিনে সবাই প্রায় গুগল ফটোজ ব্যবহার করে। তাই আমরা গুগলের এই ফটো অ্যাপে কীভাবে ফটো এবং ভিডিও লুকানো যায় সে পদ্ধতি সম্পর্কে জানাবো। এরফলে আপনাকে আলাদা কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না।

গুগল ফটোজ দিচ্ছে লক ফোল্ডারের সুবিধা

গুগল একটি লক করা ফোল্ডারে ফটো এবং ভিডিও রাখার অনুমতি দেয়। এই লক ফোল্ডার ফোনের পিন দিয়ে আনলক করা যাবে। লক ফোল্ডারে থাকা ফটো এবং ভিডিওগুলি ফটো গ্রিড, মেমরি, অ্যালবাম প্রভৃতি জায়গায় উপস্থিত হয় না।

গুগল ফটোতে লক ফোল্ডার কিভাবে সেটআপ করবেন

১- প্রথমে গুগল ফটোজ অ্যাপটি ওপেন করুন।

২- লাইব্রেরিতে ট্যাপ করে লক করা অপশনে যান।

৩- লক ফোল্ডার সেটআপ অপশন বেছে নিন

৪- ডিভাইসটি আনলক করতে স্ক্রিনে উল্লিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন। যদি আপনার লক করা ফোল্ডারটি খালি থাকে তবে আপনি এখানে 'নার্থিং হেয়ার ইয়েট' লেখা দেখতে পাবেন।

মনে রাখবেন আপনি যদি ফোনের স্ক্রিন লক সেট না করে থাকেন তাহলে গুগল ফটোজ অ্যাপে ফোল্ডার লক করতে পারবেন না। লক ফোল্ডার ও ফোনের স্ক্রিন লক একই থাকবে। আর আপনি এই দুটির জন্য পৃথক পাসওয়ার্ড বা পিন সেট করতে পারবেন না।

Show Full Article
Next Story