আপনার Gmail অ্যাকাউন্ট ডিলিট করে দেবে Google, যদি মাথায় না রাখেন এই বিষয়টি

কয়েক সপ্তাহ আগেই Google নিশ্চিত করেছে যে তারা কিছু কিছু Gmail অ্যাকাউন্ট ডিলিট করে ফেলবে। ইতিমধ্যেই টেক জায়ান্ট...
Anwesha Nandi 21 Aug 2023 4:55 PM IST

কয়েক সপ্তাহ আগেই Google নিশ্চিত করেছে যে তারা কিছু কিছু Gmail অ্যাকাউন্ট ডিলিট করে ফেলবে। ইতিমধ্যেই টেক জায়ান্ট সংস্থাটি অ্যাকাউন্ট মুছে ফেলার এই কাজ শুরু করেছে, প্রতিটি ইউজারদের কাছে বিষয়টি নিয়ে নোটিফিকেশনও পাঠানো হচ্ছে। তবে আপনার আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। কারণ প্রথমত এই রিমুভাল প্রসেস এখনই কার্যকরী হবেনা, এর জন্য আরও কয়েক মাস দেরি আছে৷ উপরন্তু, Google এই বড় পদক্ষেপ নেওয়ার আগে ওয়ার্নিং হিসেবে বারবার রিমাইন্ডার পাঠানোর কথা বলেছে। কিন্তু কী কারণে কোম্পানি কিছু নির্দিষ্ট Google অ্যাকাউন্ট মুছে ফেলার কথা ভাবছে? আর নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে আপনি কী করবেন? সেক্ষেত্রে বলি, Gmail অ্যাকাউন্ট বাঁচানোর জন্য আপনাকে কিছু সহজ কাজ করতে হবে। আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই।

এই কারণে আপনার Gmail অ্যাকাউন্ট মুছে দেবে Google

আসলে গুগল, নিষ্ক্রিয় বা অব্যবহৃত (inactive) অ্যাকাউন্টগুলির জন্য নিজের পলিসি পাল্টানো সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার ঘোষণা অনুযায়ী, তারা কমপক্ষে দুই বছর সময় ব্যবহার করা হয়নি বা এমনকি সাইন-ইন করাও হয়নি যেসব গুগল অ্যাকাউন্ট, সেগুলি নিজেদের নতুন পলিসি মেনে ডিলিট করতে শুরু করবে। আর অ্যাকাউন্ট একবার ডিলিট হয়ে গেলে তার সাথে লিঙ্কড্ জিমেইল (Gmail), ডক্স (Docs), ড্রাইভ (Drive), মিট (Meet), ক্যালেন্ডার (Calender), গুগল ফটো (Google Photos) থেকে শুরু করে ইউটিউব (YouTube)-এর মতো সমস্ত গুগল প্রোডাক্ট চিরতরে হারিয়ে যাবে। তাই এই পরিবর্তন যাতে আপনার অ্যাকাউন্টের উপর প্রভাব না ফেলে, সেই জন্য আপনাকে নিজের অ্যাকাউন্টটি যেকোনো ডিভাইস থেকে খুলে সক্রিয় রাখতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, যদি আপনি দুই বছর ধরে নিজের গুগল অ্যাকাউন্ট ব্যবহার না করে থাকেন, কিন্তু তাতে ইতিমধ্যে একটি সাবস্ক্রিপশন সেট আপ থাকে তবে সেক্ষেত্রে গুগল আপনার অ্যাকাউন্ট ডিলিট করবেনা।

কীভাবে আপনার Gmail অ্যাকাউন্ট সচল রাখবেন?

আপনি যদি গুগলের কাছ থেকে অ্যাকাউন্ট রিমুভের বিষয়ে ওয়ার্নিং ইমেইল পান (কিংবা নাও পান), তাহলে অ্যাকাউন্ট ডিলিট হওয়া আটকাতে কিছু জিনিস ফলো করতে হবে। যেমন –

১. এক্ষেত্রে সবার আগে এতে লগ ইন করতে হবে।

২. এরপর সেই অ্যাকাউন্ট ব্যবহার করে কোনো ইমেইল পড়তে বা পাঠাতে হবে।

৩. এছাড়াও আপনি সেই অ্যাকাউন্ট দিয়ে গুগল ড্রাইভ ব্যবহার করতে, ইউটিউবে ভিডিও দেখতে, গুগল সার্চ ব্যবহার করতে কিংবা গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে পারেন।

৪. আপনি চাইলে অ্যাকাউন্টটি কোনো থার্ড পার্টি অ্যাপ বা পরিষেবাতে সাইন ইন করার জন্য ব্যবহার করা যেতে পারে।

Google কি আপনাকে না জানিয়ে অ্যাকাউন্ট মুছে ফেলবে?

না, গুগল একেবারে না জানিয়ে নিষ্ক্রিয় হিসাবে চিহ্নিত কোনো অ্যাকাউন্ট ডিলিট করবেনা। এক্ষেত্রে সংস্থাটি চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার অন্তত ৮ মাস আগে কিছু সতর্কতামূলক ইমেইল বারবার রোলআউট করবে – যেমনটা শুরুতেই বলেছি। তবে একবার কোনো অ্যাকাউন্ট ডিলিট হলে, পুনরায় সেই আইডি আর চালু করা যাবেনা।

Show Full Article
Next Story