১৭ হাজার হ্যাকারদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করল ভারত

এক্স প্ল্যাটফর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার সুরক্ষা হ্যান্ডেল সাইবার দোস্ত জানিয়েছে, দেশের ডিজিটাল নিরাপত্তা মজবুত করার জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার ১৭ হাজার হ্যাকারদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে কেন্দ্র।

Suvrodeep Chakraborty 22 Nov 2024 8:21 PM IST

দেশজুড়ে বাড়তে থাকা সাইবার অপরাধ রুখতে কোমর বেঁধে নামলো কেন্দ্র। সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার ১৭ হাজার হ্যাকারদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করল ভারত। এদিন এক্স হ্যান্ডেলে এই তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার সুরক্ষা শাখা সাইবার দোস্ত। পাশাপাশি তারা বলেছে, সাইবার অপরাধের অধিকাংশ বাইরের দেশগুলি থেকে সংঘটিত করা হচ্ছে।

ভারতীয় সাইবার অপরাধ কোঅর্ডিনেশন সেন্টার (I4C) এবং টেলিকমিউনিকেশন বিভাগের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জানানো হয়েছে, অপরাধী নেটওয়ার্কগুলি নষ্ট করে দেশের ডিজিটাল নিরাপত্তা শক্তিশালী করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

I4C, টেলিকম বিভাগের সহযোগিতায়, দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে সাইবার অপরাধীদের দ্বারা ব্যবহৃত ১৭,০০০ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সফলভাবে ব্লক করেছে। উল্লেখ্য, চলতি বছর মে-তে কম্বোডিয়া, মায়ানমার এবং লাওস-ফিলিপাইনের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলি থেকে আগত আন্তর্জাতিক সংগঠিত সাইবার অপরাধের বিরুদ্ধে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতে সাইবার-আর্থিক জালিয়াতির প্রায় ৪৫ শতাংশ এই দক্ষিণ-পূর্ব এশিয়ার জায়গাগুলি থেকে হচ্ছে বলে দাবি কেন্দ্রের। সম্প্রতি অপরাধগুলি আরও জটিল এবং বড় হয়ে উঠেছে। এর ফলে বাড়ছে ভুক্তভোগীর সংখ্যা, সেই সঙ্গে আর্থিক প্রতারণা। হ্যাকাররা যে পরিকাঠামো ব্যবহার করে তা নষ্ট করার জন্য ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে I4C। তদন্তে দেখা গেছে যে, সাইবার অপরাধীরা বিনিয়োগের লোভ, গেমস, ডেটিং অ্যাপস এবং জাল ট্রেডিং প্ল্যাটফর্মের প্রস্তাব দিয়ে লোকেদের সঙ্গে আর্থিক প্রতারণা করছে।

কম্বোডিয়াতে ভালো চাকরি রয়েছে এমন মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভারতীয় তরুণ এবং প্রাপ্তবয়স্কদের ফাঁদে ফেলা হচ্ছে। এর বিরুদ্ধে আওয়াজ উঠতেই কিছুদিন আগে কম্বোডিয়াতে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয় এবং দেশে নিয়ে আসা হয়। এই ধরনের প্রতারণা রুখতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছে কেন্দ্র। পাশাপাশি নাগরিকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা।

Show Full Article
Next Story