বাচ্চার জন্য Aadhaar Card বানানোর সবচেয়ে সহজ উপায়, এভাবে ঘরে বসে আবেদন করুন

Baal Aadhaar Card Apply : বর্তমান সময়ে আধার কার্ড (Aadhaar Card) সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টের মধ্যে একটি। ফলে প্রত্যেক...
SUPARNA 13 Sept 2023 2:42 PM IST

Baal Aadhaar Card Apply : বর্তমান সময়ে আধার কার্ড (Aadhaar Card) সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টের মধ্যে একটি। ফলে প্রত্যেক ভারতীয়দের কাছে এই নথিটি থাকা আবশ্যক। নতুবা যাবতীয় সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ থেকে শুরু করে ভর্তুকি পাওয়া, ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা বা কলেজ, অফিস এমনকি স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্রেও সমস্যার পড়তে হবে। এক্ষেত্রে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে, শিশুদের স্কুলে ভর্তি হওয়ার সাথে আধার কার্ড থাকার কি সম্পর্ক?

আসলে UIDAI প্রাপ্তবয়স্কদের পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক বা বাচ্চাদের জন্যও আধার কার্ড বানানো বাধ্যতামূলক করেছে। এমন পরিস্থিতিতে আপনার বাচ্চার যদি নিজস্ব একটি বাল আধার কার্ড (Baal Aadhaar Card) বা ব্লু আধার কার্ড (Blue Aadhaar Card) না থাকে তবে তাকে স্কুলে ভর্তি করার সময়ে বিপাকে পড়তে হবে। এক্ষেত্রে শিশুদের জন্য আধার কার্ড আবেদন কীভাবে করতে হয় তা যদি আপনি না জেনে থাকেন, তবে আমাদের প্রতিবেদন থেকে এই সম্পর্কিত যাবতীয় তথ্য বিস্তারে জেনে নিতে পারেন।

বাল আধার কার্ডের জন্য আবেদন করতে প্রয়োজনীয় নথিসমূহের তালিকা :

  • অপ্রাপ্তবয়স্কদের আধার কার্ডের জন্য আবেদন করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হল বাচ্চাটির জন্ম প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেটে।
  • পিতা-মাতার আধার কার্ড বা অন্য কোনও বৈধ সরকারি আইডি প্রুফ, যেমন - প্যান কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
  • অভিভাবকের কাছে অ্যাড্রেস প্রুফ হিসাবে - বিদ্যুৎ বিল, জলের বিল বা টেলিফোন বিল থাকতে হবে।
  • বাচ্চাটির একটি পাসপোর্ট সাইজ ছবি থাকা প্রয়োজন।

ঘরে বসে এইভাবে Baal Aadhaar Card এর জন্য আবেদন করুন

১. বাল বা ব্লু আধার কার্ডের আবেদন করার জন্য প্রথমেই UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইটে (uidai.gov.in) চলে যেতে হবে।

২. এখানে 'আধার কার্ড রেজিস্ট্রেশন লিঙ্ক' লেখা বিকল্প নজরে পড়বে, এতে ক্লিক করুন।

৩. এবার সন্তানের নাম, পিতা-মাতার নাম সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য চাওয়া হবে, এগুলি এন্টার করুন।

৪. এই সাথে আধার এনরোলমেন্ট ফর্মও পূরণ করতে হবে। এখানে আপনার - ঠিকানা, এলাকা, জেলা/শহর, রাজ্য ইত্যাদি তথ্য জানতে চাওয়া হবে।

৫. এরপর 'অ্যাপয়েন্টমেন্ট' লেখা বাটনে ক্লিক করুন এবং আধার কার্ড তৈরির জন্য সময়সূচী নির্বাচন করুন। এক্ষেত্রে আপনি আপনার নিকটবর্তী এনরোলমেন্ট সেন্টারকে বেছে নেওয়ার বিকল্প পেয়ে যাবেন।

৫. অনলাইনে আবেদনের কাজ এখানেই শেষ। এবার নির্দিষ্ট তারিখে আপনাকে নির্বাচিত এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে।

৬. সেন্টারে গিয়ে, উপরে উল্লেখিত জরুরি ডকুমেন্টগুলি জমা দিতে হবে। একই সাথে একটি রেফারেন্স নম্বরও নিজের সাথে বহন করবেন।

৭. আপনার দ্বারা প্রদত্ত সমস্ত নথিপত্র এনরোলমেন্ট সেন্টারে ভ্যারিফাই করে দেখা হবে।

৮. তারপর, আবেদনকারীর বয়স ৫ বছরের কম হলে শুধুমাত্র তার ছবি নেওয়া হবে। আর ৫ বছরের বেশি বয়সী শিশুদের বায়োমেট্রিক ডেটা নেওয়া হবে।

৯. উল্লেখিত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে, আবেদনকারীর অভিভাবককে একটি একনলেজমেন্ট নম্বর (Acknowledgment Number) দেওয়া হবে। এই নম্বর ব্যবহার করে আপনি অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস জানতে পারবেন।

১০. আবেদন করার ৬০ দিন পর নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে। আর এনরোলমেন্ট প্রক্রিয়ার ৯০ দিনের মধ্যে বাল আধার কার্ড আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে।

Show Full Article
Next Story