- Home
- »
- টেক গাইড »
- Train Ticket: ট্রেনের টিকিট বুক করার পরও...
Train Ticket: ট্রেনের টিকিট বুক করার পরও নাম, তারিখ বদলানো যায়? অনলাইন ও অফলাইন উপায় জানুন
ট্রেনের টিকিট বুকিং করার পরও নাম ও তারিখ বদলানো যায়। তবে বেশ কিছু শর্ত রয়েছে। অনলাইন ও অফলাইন দু’ভাবেই করা যায়। কীভাবে করতে হয় সম্পূর্ণ পদ্ধতি জেনে নিন।
প্রতিদিন প্রচুর মানুষ ট্রেনের টিকিট বুকিং করেন। কিন্তু অনেকসময় ভ্রমণ পরিকল্পনায় অপ্রত্যাশিত পরিবর্তনের কারণে যাত্রীর নাম বা ভ্রমণের তারিখ বদলানোর প্রয়োজন হয়। এই ধরনের পরিস্থিতি সামলানোর জন্য ভারতীয় রেলের তরফে কনফার্ম টিকিটে নাম এবং যাত্রার তারিখ পরিবর্তন করার নির্দিষ্ট বিধান রয়েছে।
IRCTC-এর মাধ্যমে অনলাইনে বুক করা হোক বা অফলাইনে রিজার্ভেশন কাউন্টারে, যাত্রার তারিখ ও নাম পরিবর্তন করতে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে। পাশাপাশি কয়েকটি শর্ত মেনে চললে তবেই পরিবর্তন করা যাবে।
ট্রেনের টিকিটে নাম পরিবর্তন
ভারতীয় রেল তাদের যাত্রীদের নিশ্চিত টিকিট নির্দিষ্ট শর্তে অন্য ব্যক্তির কাছে স্থানান্তর করার অনুমতি দেয়। তবে এই সুবিধাটি রেলওয়ে রিজার্ভেশন কাউন্টারে বুক করা অফলাইন টিকিটগুলিতেই সীমাবদ্ধ।
নাম পরিবর্তনের যোগ্যতার মানদন্ড
টিকিট শুধুমাত্র বাবা, মা, ভাই, বোন, ছেলে, মেয়ে, স্বামী বা স্ত্রী-সহ পরিবারের একজন ঘনিষ্ঠ সদস্যের কাছে স্থানান্তর করা যেতে পারে। সরকারী কর্মকর্তাদের দ্বারা করা গ্রুপ বুকিংয়ের জন্য, শিক্ষাগত সফরে থাকা ছাত্ররা বা অনুরূপ ক্ষেত্রে, টিকিট গ্রুপের মধ্যে স্থানান্তর করা যেতে পারে।
ট্রেন টিকিটে নাম পরিবর্তন : শুধুমাত্র অফলাইন টিকিট
ট্রেন ছাড়ার কমপক্ষে ২৪ ঘন্টা আগে নিকটস্থ রেলওয়ে রিজার্ভেশন অফিসে যেতে হবে। তারপর নাম পরিবর্তনের অনুরোধ জানিয়ে একটি লিখিত আবেদন জমা দিতে হবে। আসল টিকিটধারী এবং নতুন যাত্রী উভয়ের জন্য বৈধ আইডি প্রমাণ জমা করতে হবে। এবার রেলওয়ে কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ডকুমেন্ট হস্তান্তর করতে হবে।
মনে রাখবেন, প্রতি টিকিটে শুধুমাত্র একবার নাম পরিবর্তন করা যাবে। আর আইআরসিটিসি প্ল্যাটফর্মের মাধ্যমে বুক করা অনলাইন টিকিটের জন্য এই সুবিধা উপলব্ধ নয়।
ট্রেনের টিকিটে ভ্রমণের তারিখ পরিবর্তন
যাত্রীরা নির্দিষ্ট শর্তে তাদের ট্রেনের টিকিটের যাত্রার তারিখ পরিবর্তন করতে পারেন। এই সুবিধাটি অনলাইন এবং অফলাইন উভয় টিকিটের জন্য উপলব্ধ। তবে বুকিংয়ের পদ্ধতির উপর ভিত্তি করে প্রক্রিয়াটি আলাদা।
অফলাইন পদ্ধতি
ট্রেন ছাড়ার অন্তত ৪৮ ঘণ্টা আগে নিকটস্থ রেলওয়ে রিজার্ভেশন অফিসে যেতে হবে। আসল টিকিটটি সঙ্গে রাখুন। তারিখ পরিবর্তনের জন্য আবেদন করুন। মূল ভ্রমণের তারিখের পরে একটি তারিখে যাত্রা পরিবর্তন করুন। এবার টিকিটের মেয়াদের মধ্যে একটি নতুন ভ্রমণের তারিখ বেছে নিন।
অনলাইন পদ্ধতি (IRCTC)
বর্তমানে, তারিখ পরিবর্তনের সুবিধা অনলাইন টিকিটে চালু নেই। যাত্রীদের অবশ্যই তাদের বিদ্যমান টিকিট বাতিল করতে হবে এবং পছন্দসই তারিখের জন্য একটি নতুন বুক করতে হবে। ভারতীয় রেলওয়ের নিয়ম অনুযায়ী স্ট্যান্ডার্ড ক্যান্সেলেশন চার্জ প্রযোজ্য হবে।
ট্রেনের টিকিট বুকিং করার পরও নাম ও তারিখ বদলানো যায়। তবে বেশ কিছু শর্ত রয়েছে। অনলাইন ও অফলাইন দু’ভাবেই করা যায়। কীভাবে করতে হয় সম্পূর্ণ পদ্ধতি জেনে নিন।