আপনার আশেপাশের হাওয়া কতটা দূষিত, Google Maps থেকে এভাবে চেক করুন

দিন দিন পরিবেশে বায়ুদূষণের (Air Pollution) মাত্রা বেড়েই চলেছে। আর এর জন্য আবহাওয়াবিদরা দ্রুত পরিবর্তনশীল আবহাওয়া,...
techgup 2 Nov 2023 2:28 PM IST

দিন দিন পরিবেশে বায়ুদূষণের (Air Pollution) মাত্রা বেড়েই চলেছে। আর এর জন্য আবহাওয়াবিদরা দ্রুত পরিবর্তনশীল আবহাওয়া, কলকারখানা তথা যানবাহনের কারণে ধোঁয়া উৎপত্তি এবং গাছপালার কমে আসাকে দায়ী করেছেন। এদিকে আবার বায়ুমন্ডলে দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে দেখা দিচ্ছে মানুষের বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা। কিন্তু, পারিপার্শ্বিক পরিবেশই যদি দূষিত হয় তাহলে স্বাস্থ্য রক্ষা কিভাবে সম্ভব? স্বাস্থ্য সমস্যা এড়ানোর জন্য সর্বদা ঘরে বসে থাকাও সম্ভব নয়। কারণ, বায়ুদূষণ বাড়লেও কর্মসূত্রে হোক বা অন্যান্য কাজের জন্য, মানুষকে বাড়ির বাইরে বেরোতেই হবে। তবে এক্ষেত্রে আপনি যে কাজ করতে পারেন সেটি হল বায়ু দূষণের মাত্রার উপর নজর রাখা এবং তার পর্যবেক্ষণ করা। এবার মনে প্রশ্ন আসতে পারে এই কাজটি আপনি কি করে করবেন? তাহলে আপনাকে জানিয়ে রাখি সম্প্রতি Google তার Google Maps-এ একটি নতুন ফিচার অন্তর্ভুক্ত করেছে। যার মাধ্যমে আপনি বাড়িতে থেকেই নিজের মোবাইল ফোনের সাহায্যে পারিপার্শ্বিক বাতাস পরীক্ষা করতে পারবেন। আসুন এই ফিচারটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কিভাবে কাজ করে Google Maps এর এই ফিচার?

Google স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষের সাথে অংশীদারিত্ব করে এই ফিচারটির ডিজাইন করেছে। এই ফিচারটির কাজ হলো এনভায়রনমেন্ট ওভারভিউ শেয়ার করা, ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইনডেক্স-এর উপর ভিত্তি করে ব্যবহারকারীদের স্ক্রিনে বায়ুর বর্তমান অবস্থা সম্পর্কে সঠিক তথ্য দেখানো। উল্লেখ্য, গুগল ম্যাপস-এর এই ফিচারটি আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ক্ষেত্রে উপলব্ধ।

কিভাবে আপনি এয়ার কোয়ালিটি ফিচারটি আপনার মোবাইল ফোনে অ্যাক্টিভেট করবেন?

  • প্রথমে আপনি Google Maps অ্যাপটির লেটেস্ট ভার্সনে ডাউনলোড করতে হবে।
  • তারপর গুগল ম্যাপ খোলার পরে আপনি যে স্থানের বায়ুর সম্পর্কে জানতে চান সেই লোকেশনটি সার্চ করুন।
  • লোকেশন সেট করার পর আপনি আপনার ডিসপ্লের ডান দিকে স্থিত লেয়ার আইকনে ট্যাপ করুন।
  • এরপর আপনি বিভিন্ন ধরনের মানচিত্রের লেয়ার সম্পর্কে নানান আপডেট পাবেন।
  • তারপর ম্যাপ ডিটেলস সেকশনে দেওয়া 'এয়ার কোয়ালিটি' অপশনে ট্যাপ করুন।
  • এরপর আপনি আপনার মোবাইল স্ক্রিনে চারপাশের এয়ার কোয়ালিটি সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন।

উল্লেখ্য, পরবর্তীকালে আপনি যদি পুনরায় পারিপার্শ্বিক বায়ু সম্পর্কে জানতে চান, তাহলে এই একই পদ্ধতি অনুসরণ করুন।

Show Full Article
Next Story