- Home
- »
- টেক গাইড »
- LIC Policy Status: এলআইসি পলিসি...
LIC Policy Status: এলআইসি পলিসি স্ট্যাটাস রেজিস্ট্রেশন ছাড়া কীভাবে চেক করবেন, ফোন ও SMS নম্বর
লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ LIC ভারতের সবচেয়ে জনপ্রিয় বীমা সংস্থা। জিন্দেগী কে সাথ ভি জিন্দেগী কে বাদ ভি ট্যাগ লাইন সহ ভারতীয় জীবন…
লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ LIC ভারতের সবচেয়ে জনপ্রিয় বীমা সংস্থা। জিন্দেগী কে সাথ ভি জিন্দেগী কে বাদ ভি ট্যাগ লাইন সহ ভারতীয় জীবন বীমা নিগম বা এলআইসি আট থেকে আশি সবার জন্য বীমা কভারেজ দেয়। এন্ডোমেন্ট, মানি-ব্যাক এবং টার্ম প্ল্যানের মতো সাধাওবীমা পলিসি ছাড়াও, এলআইসি বর্তমানে পেনশন প্ল্যান, ইউনিট-লিঙ্কড প্ল্যান (ইউলিপ), মাইক্রো ইন্স্যুরেন্স প্ল্যান ও হেলথ ইন্স্যুরেন্স এনেছে।
আর আপনি যদি LIC-র নতুন বা পুরানো পলিসি ধারী হন তাহলে Life Insurance Corporation of India-র অফিসিয়াল ওয়েবসাইট, এসএমএস বা ফোন কলের মাধ্যমে আপনার পলিসি স্ট্যাটাস জানতে পারবেন। এই প্রতিবেদনে আমরা অনলাইন রেজিস্ট্রেশন ছাড়াই এলআইসি পলিসি স্ট্যাটাস (LIC Policy Status) চেক করার উপায় জানাবো।
রেজিস্ট্রেশন ছাড়াই এলআইসি পলিসি স্ট্যাটাস চেক করার উপায় (How To Check LIC Policy Status Without Registration)
লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা LIC অনলাইন ও অফলাইন দুই ভাবেই অর্থাৎ ওয়েবসাইট, এসএমএস বা ফোন কলের মাধ্যমে পলিসি স্ট্যাটাস চেক করতে দেয়। তবে নতুন পলিসি করার জন্য বা স্ট্যাটাস চেক করার জন্য অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। এরপর অনলাইনে ওয়েবসাইটে লগ ইন করে পলিসি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। অনলাইন রেজিস্ট্রেশন ও পলিসি স্ট্যাটাস চেক করার জন্য এখানে ক্লিক করুন - https://licindia.in/policy-status।
যদিও নতুন ও পুরানো উভয় LIC পলিসি হোল্ডাররা অফলাইনে SMS ও ফোন কলের মাধ্যমে পলিসি স্ট্যাটাস চেক করতে পারবেন। যদিও ফোন কলের মাধ্যমে আপনি পলিসি বিষয়ে বিভিন্ন তথ্য পেতে পারেন।
SMS এর মাধ্যমে LIC Policy স্ট্যাটাস চেক কীভাবে করবেন
এলআইসি এর এসএমএস পরিষেবা ব্যবহার করে সহজেই পলিসি স্ট্যাটাস চেক করতে পারবেন। এরজন্য মোবাইল নম্বর পলিসির সাথে যুক্ত থাকতে হবে। এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 9222492224 ও 56767877 নম্বরে এসএমএস করে পলিসি সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
পলিসি ইনস্টলমেন্ট প্রিমিয়াম জানতে SMS করুন ASKLIC <আপনার পলিসি নম্বর> PREMIUM
এলআইসি পলিসির মাধ্যমে লোন নিতে SMS করুন ASKLIC <আপনার পলিসি নম্বর> LOAN
বোনাস রেট জানতে SMS করুন ASKLIC <আপনার পলিসি নম্বর> BONUS
বন্ধ LIC পলিসি চালু করার জন্য SMS করুন ASKLIC <আপনার পলিসি নম্বর> REVIVAL
পলিসি নমিনি জানতে SMS করুন ASKLIC <আপনার পলিসি নম্বর> NOMINATION
LIC Policy-র জন্য কাস্টমার কেয়ার ফোন নম্বর
হাওড়া - ফোন নম্বর - 033-2637-4387
কলকাতা - 033-2212-4172, 033-2212-4176, 033-2337-0642, 033-2419-8476
WhatsApp এর মাধ্যমে LIC Policy স্ট্যাটাস চেক করার নিয়ম
হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখন এলআইসি পলিসি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যায়। এলআইসির হোয়াটসঅ্যাপ নম্বর হল - 8976862090। এই ফোন নম্বর প্রথমে সেভ করে Hi লিখে পাঠাতে হবে। এরপর একাধিক অপশন আসবে। এখান থেকে পলিসি স্ট্যাটাস সহ বিভিন্ন তথ্য জানা যাবে।
লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ LIC ভারতের সবচেয়ে জনপ্রিয় বীমা সংস্থা। জিন্দেগী কে সাথ ভি জিন্দেগী কে বাদ ভি ট্যাগ লাইন সহ ভারতীয় জীবন…