- Home
- »
- টেক গাইড »
- SBI: এই গরমে লাইন দিতে হবে না, শুধু একটি...
SBI: এই গরমে লাইন দিতে হবে না, শুধু একটি মিসড কলেই ব্যাঙ্কের প্রচুর সুবিধা হাতের মুঠোয়
এদেশে বিভিন্নরকম ব্যাঙ্ক থাকলেও, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI বা State Bank of India-র ওপর বলতে গেলে সকলেই চোখ বুজে ভরসা...এদেশে বিভিন্নরকম ব্যাঙ্ক থাকলেও, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI বা State Bank of India-র ওপর বলতে গেলে সকলেই চোখ বুজে ভরসা করেন। আর এই ব্যাঙ্কটিও তার গ্রাহকদের নানাবিধ সুবিধাজনক পরিষেবা দিয়ে থাকে। SBI-এর এমনই জনপ্রিয় (পড়ুন কাজের) একটি পরিষেবা হল ফ্রি মিসড কল এবং এসএমএস ব্যাঙ্কিং অপশন, যার সাহায্যে গ্রাহকরা নিজের মোবাইল থেকে একটি মিসড কল বা এসএমএসের মাধ্যমে অ্যাকাউন্ট ব্যালেন্স, মিনি স্টেটমেন্ট এবং আরও অন্যান্য কিছু তথ্য চেক করতে পারেন৷ এখন, আপনি যদি এই জাতীয় তথ্য পেতে ব্যাঙ্কের শাখায় না যেতে চান এবং কোনো কারণে আপনার ব্যাঙ্কিং অ্যাপ ইত্যাদি পরিষেবা ব্যবহার করার উপায় না থাকে, তাহলে 'SBI Quick Missed Call' নামক ব্যাঙ্কিং সার্ভিস কাজে লাগিয়ে এভাবে মিসড কল বা এসএমএস পাঠিয়ে নির্দিষ্ট তথ্য পেতে পারেন। তবে এর জন্য আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে।
SBI Quick Missed Call পরিষেবা কী?
এসবিআই কুইক আদতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মিসড কল ব্যাঙ্কিং পরিষেবা যা গ্রাহকদের অ্যাকাউন্ট ব্যালেন্স/মিনি স্টেটমেন্ট চেক, এটিএম (ATM) কার্ড ব্লক, গাড়ির লোন নেওয়ার মত সুবিধার পাশাপাশি প্রধানমন্ত্রী সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা প্রদান করে। এই পরিষেবা উপভোগ করতে এসবিআই গ্রাহকদের কুইক নিজেদের মোবাইল নম্বর ব্যবহার করে এককালীন রেজিস্ট্রেশন করতে হবে৷
কীভাবে SBI Quick-এর রেজিস্ট্রেশন করবেন?
এসবিআই কুইক মিসড কল ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহারের জন্য, আগ্রহী গ্রাহককে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ০৯২২৩৪৮৮৮৮৮ নম্বরে 'REG account number' (উদাহরণ: যদি আপনার অ্যাকাউন্ট নম্বর 12345678901 হয়, তাহলে আপনি 'REG12345678901') লিখে এসএমএস পাঠাতে হবে।
SBI গ্রাহকরা কীভাবে ব্যালেন্স, মিনি স্টেটমেন্ট ইত্যাদি চেক করবেন?
১. এসবিআই কুইক মিসড কল ব্যাঙ্কিং পরিষেবায় রেজিস্ট্রেশন সম্পন্ন হলে, ব্যালেন্স চেক করতে একটি মিসড কল দিন বা ০৯২২৩৭৬৬৬৬৬ নম্বরে "BAL" লিখে টেক্সট মেসেজ পাঠান।
২. মিনি স্টেটমেন্ট পেতেও একটি মিসড কল দিন বা "MSTMT" লিখে ০৯২২৩৮৬৬৬৬৬ নম্বরে এসএমএস পাঠান।
৩. যদি এটিএম কার্ড ব্লক করার প্রয়োজন হয়, তাহলে ৫৬৭৬৭৬ নম্বরে "BlockXXXX" (এখানে XXXX আপনার কার্ড নম্বরের শেষ ৪টি সংখ্যা) টাইপ করে মেসেজ পাঠান।
৪. গাড়ি বা হোম লোন: গাড়ি বা হোম লোন সম্পর্কে জানতে ৫৬৭৬৭৬ বা ০৯২২৩৫৮৮৮৮৮ নম্বরে "CAR" বা "HOME" টেক্সট এসএমএস সেন্ড করুন।
৫. এছাড়াও এসবিআই কুইক মিসড কল ব্যাঙ্কিংয়ে ঠিক ঠিক কী পরিষেবা উপলব্ধ আছে, তার সম্পূর্ণ তালিকা দেখতে চাইলে "HOME" টেক্সটসহ ০৯২২৩৫৮৮৮৮৮ নম্বরে একটি এসএমএস পাঠাতে পারেন৷