- Home
- »
- টেক গাইড »
- Instagram Reel: চুটকিতেই ডাউনলোড হবে...
Instagram Reel: চুটকিতেই ডাউনলোড হবে রিল, থার্ড-পার্টি অ্যাপ বা ওয়েবসাইটের প্রয়োজন নেই
মূলত ভারতে TikTok ব্যান হওয়ার পর Instagram ইউজারদের আকর্ষণ করতে Reel নামক শর্ট ভিডিও বানানোর ফিচার চালু করে, যা এখন...মূলত ভারতে TikTok ব্যান হওয়ার পর Instagram ইউজারদের আকর্ষণ করতে Reel নামক শর্ট ভিডিও বানানোর ফিচার চালু করে, যা এখন গোটা বিশ্বজুড়ে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছে। সাধারণ ইউজারদের পাশাপাশি সেলিব্রিটিরাও এখন সময় কাটাচ্ছেন Instagram Reel সেকশনে, যার ফলে আমরা নানা ধরণের ভিডিও দেখে বিনোদন পাচ্ছি। এছাড়া এই ফিচারটি কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে আয়ের একটি উৎসও বটে। সেক্ষেত্রে এই সমস্ত বিষয়কে মাথায় রেখে, Meta সম্প্রতি Facebook এবং Instagram-এর মধ্যে Reel তৈরি বা ডিসকভার করার বিষয়টি আরও সহজ করে তুলেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে, এই দুটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে সহজে Reel ভিডিওগুলি অ্যাক্সেস করা বা শেয়ার করা গেলেও, বাইরে সেগুলি ভিডিও আকারে শেয়ার করা কঠিন।
এখন এই ঝামেলা এড়িয়ে অনেকেই থার্ড-পার্টি অ্যাপ বা ওয়েবসাইটের সাহায্যে এক ক্লিকে রিল ডাউনলোড করে নেন। কিন্তু এইসব অ্যাপ্লিকেশন বা সাইট খুব নিরাপদ নয়। এদের বেশিরভাগই বিজ্ঞাপনে ভরা থাকে। আর এগুলি ইউজারদের ডেটা চুরি করতে পারে বলে আশঙ্কা করা হয়ে থাকে। কিন্তু তাহলে রিল ডাউনলোডের উপায় কী?
কীভাবে Instagram Reel ডাউনলোড করবেন?
আপনি যদি থার্ড-পার্টি অ্যাপ কিংবা ওয়েবসাইটের সাহায্য ছাড়া রিল ডাউনলোড করতে চান, তাহলেও একটি সহজ কৌশল রয়েছে।
১. এক্ষেত্রে প্রথমে আপনার স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপটি খুলুন এবং আপনি যে রিলটি ডাউনলোড করতে চান তা প্লে শুরু করুন।
২. এখন কাগজের প্লেন সদৃশ শেয়ার আইকনে ক্লিক করুন।
৩. পরবর্তী ধাপে 'অ্যাড রিলস টু ইওর স্টোরি' (Add Reels to your story) অপশনে ক্লিক করুন।
৪. এবার ওপরের ডান কোণায় প্রদর্শিত থ্রি ডট অপশনে ক্লিক করুন এবং 'সেভ' (Save) অপশন নির্বাচন করুন।
৫. এরপরে 'স্টোরি', ডিসকার্ড (Discard) করুন।
৬. এতে করে রিলটি ইনস্টাগ্রাম ফোল্ডারে ডাউনলোড হবে, যা আপনি গ্যালারি অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন।