- Home
- »
- টেক গাইড »
- মাস্ক আধার কার্ড কীভাবে ডাউনলোড করবেন?...
মাস্ক আধার কার্ড কীভাবে ডাউনলোড করবেন? আপনার আধার কার্ডের অপব্যবহার হবে না
How to Download Masked Aadhaar Card - মাস্কড আধার কীভাবে ডাউনলোড করবেন প্রথমে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে যান, এবার Login অপশনে ক্লিক করুন, এরপর আধার নম্বর, ক্যাপচা এন্টার করে Send OTP বাটনে ক্লিক করুন, তারপর ওটিপি দিয়ে লগইন করে Download Aadhaar অপশনে ক্লিক করুন।
আধার কার্ড ভারতীয়দের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। স্কুলে ভর্তি থেকে শুরু করে সরকারি প্রকল্পের সুবিধা বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সবক্ষেত্রে এখন আধার কার্ড প্রয়োজন। এহেন একটি দরকারি ডকুমেন্টের অপব্যবহার হোক আমরা কেই চাইনা। এই কারণে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI আধারকার্ড ধারীদের জন্য একটি জরুরি প্রাইভেসি ফিচার নিয়ে এসেছে। এক্ষেত্রে সরকার মাস্কড আধার কার্ডের (Masked Aadhaar Card) সূচনা করেছে। এখানে সাধারণ আধার কার্ডের মতো ১২টি ডিজিট থাকে না। কিন্তু এরপরও মাস্কড আধার কার্ড ব্যবহার করে সমস্ত ভেরিফিকেশন করা সম্ভব।
কেন মাস্কড Aadhaar আপনার জন্য নিরাপদ
সুরক্ষা বাড়ায়: আমরা হোটেল, হোস্টেল সহ বিভিন্ন জায়গায় আধার কার্ডের কপি জমা করি। সেখান থেকে আধার কার্ডের অপব্যবহার হতে পারে। কিন্তু মাস্কড আধার কার্ডে ১২ ডিজিটের পরিবর্তে কেবল আধার নম্বরের ৪ ডিজিট দেখা যায়। তাই কারো কাছে আপনার আধার কার্ডের কপি থাকলেও অপব্যবহারের ভয় থাকে না।
জালিয়াতি হওয়ার ভয় কমে: কোনো প্রতারকের কাছে আপনার মাস্কড আধার চলে গেলেও কোনো সমস্যা নেই। কারণ সমস্ত আধার নম্বর না থাকায় সে সেটি ব্যবহার করে জালিয়াতি করতে পারবে না।
সবজায়গায় গ্রহণযোগ্য: মাস্কড আধার সরকারের মান্যতা প্রাপ্ত। তাই সমস্ত সরকারি বা বেসরকারি অফিসে এটি ব্যবহার করে কাজ করা সম্ভব। কোথাও মাস্কড আধার কার্ড গ্রহণ করতে না চাইলে আপনি UIDAI এর কাছে অভিযোগ করতে পারেন।
Masked Aadhaar কীভাবে ডাউনলোড করবেন
১. মাস্কড আধার ডাউনলোড করার জন্য প্রথমে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২. এবার Login অপশনে ক্লিক করুন।
৩. এরপর আধার নম্বর, ক্যাপচা এন্টার করে Send OTP বাটনে ক্লিক করুন।
৪. তারপর ওটিপি দিয়ে লগইন করে Download Aadhaar অপশনে ক্লিক করুন।
৫. এখানে আপনার কাছে জিজ্ঞাসা করা হবে "Do You Want a Masked Aadhaar?" -এখানে ক্লিক করুন।
৬. এবার ফাইল ডাউনলোড করুন।
৭. মাস্কড আধার কার্ড ডাউনলোড করার পর PDF ফাইল ওপেন করার জন্য ক্যাপিটালে নামের প্রথম চারটি লেটার ও জন্মসাল লিখতে হবে। উদাহরণস্বরূপ নাম যদি Rabin হয় এবং জন্মসাল 1990 হয় তাহলে আধার কার্ডের PDF ফাইল ওপেন করতে ব্যবহার করতে হবে 'RABI1990'।
How to Download Masked Aadhaar Card - মাস্কড আধার কীভাবে ডাউনলোড করবেন প্রথমে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে যান, এবার Login অপশনে ক্লিক করুন, এরপর আধার নম্বর, ক্যাপচা এন্টার করে Send OTP বাটনে ক্লিক করুন, তারপর ওটিপি দিয়ে লগইন করে Download Aadhaar অপশনে ক্লিক করুন।