- Home
- »
- টেক গাইড »
- অযথা সময় নষ্টের প্রয়োজন নেই, WhatsApp...
অযথা সময় নষ্টের প্রয়োজন নেই, WhatsApp থেকেই ডাউনলোড করুন প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp এখন আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ, WhatsApp যে শুধুমাত্র একটি মেসেজিং...জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp এখন আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ, WhatsApp যে শুধুমাত্র একটি মেসেজিং প্ল্যাটফর্ম তাই নয়, এটি ব্যবহারকারীদের অন্যান্য বিভিন্ন ফিচার ও সুবিধাও প্রদান করে থাকে। যেমন, এর মাধ্যমে সহজেই গুরুত্বপূর্ণ নথি পাঠানো বা ডাউনলোড করা থেকে শুরু করে অফিসিয়ালি কাজ কর্ম এবং ভয়েস তথা ভিডিও কলও করা সম্ভব। এদিকে আবার WhatsApp সম্প্রতি MyGov-এর সাথে একটি অংশীদারিত্ব করেছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা এবার থেকে প্যানকার্ড এবং ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করার সুবিধাও পেয়ে যাবেন।
আসলে MyGov-এর হেল্পডেস্কের সাহায্যে WhatsApp ব্যবহারকারীরা সহজেই এই মেসেজিং অ্যাপে ডিজিলকার অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাবেন। যার মাধ্যমে ব্যবহারকারীরা প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সিবিএসই ক্লাস 10-এর সার্টিফিকেট, ভাহিক্যাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইন্সুরেন্স পলিসি-টু হুইলার এর মতো একাধিক ডকুমেন্ট ডাউনলোড করতে পারবেন। আর এর সবথেকে ভালো বিষয় হলো, এর জন্য WhatsApp ব্যবহারকারীদের কোনো থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করতে হবে না।
WhatsApp থেকে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করতে আপনাকে কি করতে হবে?
- এর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের +919013 1515 নম্বরে একটি মেসেজ পাঠাতে হবে।
- এবার স্ক্রিনে মাই-গভ হেল্প ডেস্ক থেকে উপলব্ধ পরিষেবাগুলির তালিকা স্ক্রিনে প্রদর্শিত হবে।
- চ্যাট উইন্ডোতে প্রদত্ত নির্দেশাবলীর সাহায্যে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক পরিষেবা চয়ন করে নিন। তবে এই মেসেজগুলি কেবলমাত্র সেই নম্বর থেকেই পাঠাতে হবে যে নম্বরটি ডিজিলকারের সাথে রেজিস্টার করা আছে।
মনে রাখবেন, হোয়াটসঅ্যাপে উপলব্ধ মাইগভ হেল্প ডেস্ক-এর সাহায্যে ডকুমেন্ট ডাউনলোড করার বিকল্পটি কেবলমাত্র সেই ব্যবহারকারীদের জন্যই উপলব্ধ, যারা আগে তাদের নথিগুলি ডিজিলকারে সংরক্ষণ করেছেন। চ্যাট উইন্ডোতে পরিষেবাটি নির্বাচন এবং নির্দেশাবলী অনুসরণ করার পর ডকুমেন্ট চ্যাটে পাঠানো হবে।