- Home
- »
- টেক গাইড »
- ঠান্ডায় গ্লাভস পরেও চালাতে পারবেন...
ঠান্ডায় গ্লাভস পরেও চালাতে পারবেন স্মার্টফোন, কেবল এই সেটিংস অন করুন
আপনি জানেন কি যে লেটেস্ট অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনে এখন একটি বিশেষ ফিচার রয়েছে, যা গ্লাভস পরেও ফোন ব্যবহার করতে দেয়।
শীতকাল চলে এসেছে এবং এখন গরম পোশাক পরেই বাড়ির বাইরে পা রাখবে সবাই। গায়ে জ্যাকেট, পায়ে মোজা ও হাতে গ্লাভস এই সময়ের নিত্য সঙ্গী। তবে হাতে গ্লাভস পরে থাকলে স্মার্টফোনের টাচ-স্ক্রিন ব্যবহার করতে সমস্যা হয়। বারবার গ্লাভস খুলে স্মার্টফোন ব্যবহার করাও মুশকিল। তবে আপনি জানেন কি যে লেটেস্ট অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনে এখন একটি বিশেষ ফিচার রয়েছে, যা গ্লাভস পরেও ফোন ব্যবহার করতে দেয়।
বেশিরভাগ ব্যবহারকারীই জানেন না যে তাদের স্মার্টফোনে গ্লাভস মোড রয়েছে। এই ফিচারটি স্মার্টফোনের ডিসপ্লের সেন্সিটিভিটি বাড়ায়, ফলে ব্যবহারকারীরা গ্লাভস না খুলে সহজেই ফোন ব্যবহার করতে পারেন। আপনি যদি এই ফিচারটি কীভাবে এনাবল করতে হয় তা না জেনে থাকেন, তাহলে নীচে উল্লিখিত পদক্ষেপগুলি অনুসরণ করে ফিচারটি উপভোগ করতে পারেন। তবে মনে রাখবেন, স্মার্টফোনের উপর ভিত্তি করে অপশনগুলি ভিন্ন হতে পারে।
আপনাকে এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে
- প্রথমে আপনার স্মার্টফোনের সেটিংসে যান।
- এবার স্ক্রল করে নিচের দিকে অ্যাকসেসিবিলিটি অ্যান্ড কনভেনিয়েন্সের অপশন পাবেন, এটিতে ট্যাপ করুন।
- এখানে আপনি বাকি অপশনগুলির সাথে গ্লাভস মোডের অপশন দেখতে পাবেন।
- এখানে টগল এনাবল করুন।
- এখন গ্লাভস পরার পরও অনায়াসে স্ক্রিন ব্যবহার করতে পারবেন।
কোনো কারণে ডিভাইসে এই অপশন দেখতে না পেলে থার্ড পার্টি অ্যাপের সাহায্য নেওয়া যেতে পারে। অনেক থার্ড পার্টি অ্যাপ্লিকেশন গ্লাভস মোডের সুবিধা দিয়ে থাকে। এছাড়া ব্যবহারকারীরা ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাহায্যে তাদের ফোন নিয়ন্ত্রণ করতে পারেন, সেক্ষেত্রে গ্লাভস খুলে কাজ করার প্রয়োজন নেই। তবে জানিয়ে রাখি, পাতলা গ্লাভস এই গ্লাভস মোডের সাথে ভাল কাজ করে।
আপনি জানেন কি যে লেটেস্ট অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনে এখন একটি বিশেষ ফিচার রয়েছে, যা গ্লাভস পরেও ফোন ব্যবহার করতে দেয়।