- Home
- »
- টেক গাইড »
- সোশ্যাল মিডিয়ার আসক্তি কমান! কীভাবে...
সোশ্যাল মিডিয়ার আসক্তি কমান! কীভাবে ইনস্টাগ্রামে Quiet Mode অন করবেন দেখে নিন
কোয়াইট মোড ইনস্টাগ্রামের একটি গুরুত্বপূর্ণ ফিচার যা ব্যবহারকারীদের তাদের সময়কে আরও ভালভাবে পরিচালনা করতে এবং অ্যাপ থেকে কিছুসময় বিরতি নিতে সাহায্য করে।
Instagram বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। জনপ্রিয়তার নিরিখে ফেসবুককেও ছাড়িয়ে গেছে মেটার ফটো শেয়ারিং প্ল্যাটফর্মটি। কিছু ইউজার অতিমাত্রায় এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে চলেছে। তারা এখান থেকে বিরতি নিতে চাইলেও পারছেন না। আর তাই ইনস্টাগ্রাম নিয়ে এসেছে Quiet Mode ফিচার। এই ফিচারের সাহায্যে আপনি কিছু দিনের জন্য ইনস্টাগ্রাম থেকে বিরতি নিতে পারবেন।
ইনস্টাগ্রামের কোয়াইট মোড কী?
কোয়াইট মোড ইনস্টাগ্রামের একটি গুরুত্বপূর্ণ ফিচার যা ব্যবহারকারীদের তাদের সময়কে আরও ভালভাবে পরিচালনা করতে এবং অ্যাপ থেকে কিছুসময় বিরতি নিতে সাহায্য করে। আপনি যখন এই মোডটি সক্রিয় করবেন, সমস্ত নোটিফিকেশন বন্ধ হয়ে যাবে। পাশাপাশি অ্যাক্টিভিটি স্ট্যাটাস পরিবর্তন হয়ে দেখাবে যে আপনি "কোয়াইট মোড" সক্রিয় করেছেন। এরপরও যদি কেউ আপনাকে মেসেজ পাঠায় তবে তিনি স্বয়ংক্রিয় উত্তর পাবেন যে আপনি এখন উপলব্ধ নন।
ইনস্টাগ্রামে কীভাবে কোয়াইট মোড চালু করবেন?
অ্যান্ড্রয়েড বা আইওএস অ্যাপ ওপেন করুন।
এবার প্রোফাইল সেকশনে যান।
এরপর উপরের ডানদিকে প্রদর্শিত তিনটি লাইনে ক্লিক করুন।
তারপর সেটিং সিলেক্ট করে নোটিফিকেশন অপশনে ট্যাপ করুন।
এবার কোয়াইট মোড অপশনে গিয়ে সেটি অ্যাক্টিভ করুন।
এখানে অটো রিপ্লাই অপশনও দেখতে পাবেন, চাইলে অন করতে পারেন।
একইভাবে, আপনি এই মোডটি বন্ধও করতে পারেন।
কোয়াইট মোড ইনস্টাগ্রামের একটি গুরুত্বপূর্ণ ফিচার যা ব্যবহারকারীদের তাদের সময়কে আরও ভালভাবে পরিচালনা করতে এবং অ্যাপ থেকে কিছুসময় বিরতি নিতে সাহায্য করে।