- Home
- »
- টেক গাইড »
- Mobile Phone: সাইলেন্ট থাকা অবস্থায় ফোন...
Mobile Phone: সাইলেন্ট থাকা অবস্থায় ফোন হারিয়ে ফেলেছেন, মুহূর্তে খুঁজে পাবেন এই উপায়ে
How to Find Lost Phone: এখনকার দিনে স্মার্টফোন আমাদের সারাদিনের সঙ্গী। কিন্তু ব্যস্ততার মাঝে কখনও কখনও এই গুরুত্বপূর্ণ...How to Find Lost Phone: এখনকার দিনে স্মার্টফোন আমাদের সারাদিনের সঙ্গী। কিন্তু ব্যস্ততার মাঝে কখনও কখনও এই গুরুত্বপূর্ণ গ্যাজেটটি আমরা হারিয়ে ফেলি। যদিও অন্য ফোন থেকে কল করে সহজেই ডিভাইসটিকে খুঁজে পাওয়া সম্ভব। কিন্তু সমস্যা তখনই হয় যখন ফোনটি সাইলেন্ট মোডে থাকে। কারণ সাইলেন্ট মোডে অন্য নম্বর দিয়ে কল করলেও হারিয়ে যাওয়া ফোনের রিংটোন শোনা যায়না। তবে এই সমস্যার সমাধান মিলতে পারে Google Find My Device অ্যাপের মাধ্যমে। আসুন জেনে নিই কীভাবে এই অ্যাপের মাধ্যমে হারিয়ে যাওয়া ফোন খুঁজে পাওয়া যাবে।
সাইলেন্ট মোডে থাকা হারিয়ে যাওয়া ফোন কীভাবে খুঁজে পাবেন
1: সাইলেন্ট মোডে থাকা হারিয়ে যাওয়া ফোন ফেরত পেতে প্রথমে অন্য কোনো ডিভাইসে Google Find My Device অ্যাপ ডাউনলোড করুন।
2: এবার হারিয়ে যাওয়া ফোনের ইমেল আইডি দিয়ে সাইন ইন করুন।
3: এখানে ফোনের লোকেশন ট্র্যাক, ডেটা ডিলিট ছাড়াও 'ফোন রিং' করার অপশন রয়েছে।
4: শেষের অপশনে ক্লিক করলে হারিয়ে যাওয়া ফোন বেজে উঠবে।
তবে মনে রাখবেন এরজন্য ডেটা কানেক্টিভিটি অন থাকা প্রয়োজন।
ফোন চুরি গেলেও আপনি এই অ্যাপের সাহায্যে লোকেশন জানতে পারবেন। যদিও চোর ইমেল আইডি ডিলিট করে দিলে আর Google Find My Device অ্যাপের মাধ্যমে ফোনের নাগাল পাওয়া সম্ভব নয়।