Passport Lost: বিদেশে বেড়াতে গিয়ে পাসপোর্ট হারিয়ে গেছে? কোন উপায়ে ফেরত পাবেন, কি কি কাজ করতে হবে

Passport Lost: বিদেশে বেড়াতে গিয়ে পাসপোর্ট হারিয়ে গেলে তা একাধিক সমস্যা ডেকে আনে। এই ডকুমেন্ট পুনরুদ্ধার করার জন্য কয়েকটি পদ্ধতি মেনে চলতে পারেন।

Suvrodeep Chakraborty 2 Dec 2024 7:10 PM IST

বেড়াতে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেললে একাধিক অসুবিধার মুখে পড়তে হয়। বিশেষ করে বিদেশে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে। তবে দ্রুত পদক্ষেপ নিলে সেই ডকুমেন্ট ফিরে পেতে পারেন। এই পরিস্থিতিতে ঘাবড়ে না গিয়ে, নির্দিষ্ট কয়েকটি পদ্ধতি মেনে চলতে হবে। দেরি না করে আসুন জেনে নেওয়া যাক।

পুলিশ রিপোর্ট

পাসপোর্ট যদি চুরি হয় বা হারিয়ে যায় তাহলে থানায় রিপোর্ট করুন। নিকটবর্তী পুলিশ স্টেশনে অথবা অনলাইনে এই রিপোর্ট দায়ের করুন। এই ঘটনা একটি ফর্মাল রেকর্ড হিসাবে পুলিশকে জানানো জরুরি। এই রিপোর্ট দূতাবাসের পক্ষ থেকে নতুন পাসপোর্ট বা এমার্জেন্সি সার্টিফিকেট বানানোর কাজে সাহায্য করবে।

নিকটবর্তী ভারতীয় দূতাবাস

পুলিশ রিপোর্ট করার পর দ্রুত নিকটবর্তী দূতাবাসে যোগাযোগ করুন। এটি বিদেশে থাকা ভারতীয়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সেখান থেকেই সঠিক পরামর্শ পাওয়া যাবে। এখান থেকে স্থায়ী সময়ের জন্য ভারতে যাওয়ার জন্য পেতে পারেন নতুন পাসপোর্ট বা এমার্জেন্সি সার্টিফিকেট।

নতুন পাসপোর্ট ও এমার্জেন্সি সার্টিফিকেট আবেদন

পরিস্থিতি অনুযায়ী আপনার কোনটা দরকার তার উপর ভিত্তি করে আবেদন করতে হবে।

নতুন পাসপোর্ট : নতুন পাসপোর্ট পাওয়ার পদ্ধতি প্রায় এক সপ্তাহের বেশি সময় লাগাতে পারে। এর জন্য প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সঙ্গে রাখুন। যেমন - বর্তমান ঠিকানার প্রমাণ, বার্থ সার্টিফিকেট ও পুলিশ রিপোর্ট।

এমার্জেন্সি সার্টিফিকেট : কেউ যদি দ্রুত ভারতে যেতে চান, তাদের এমার্জেন্সি সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। এই স্থায়ী ডকুমেন্ট আপনাকে ভারতে যেতে তো সাহায্য করবে, কিন্তু সেখানে পা রাখতেই আপনাকে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে হবে।

এছাড়া আপনার যদি ট্রাভেল ইন্সুরেন্স থাকে তাহলে সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করুন। অনেক পলিসিতে এই ধরনের ডকুমেন্ট হারিয়ে যাওয়ার জন্য কভার দেওয়া হয়।

Show Full Article
Next Story