Instagram-এ Blue টিক কীভাবে পাবেন, কত টাকা খরচ হবে জেনে নিন

জনপ্রিয় ফটো এবং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম Instagram-এ ভেরিফিকেশন ব্যাজ বা ব্লু টিক (Blue Tick) পেতে আগে অনেক কাঠখড়...
techgup 23 Jun 2023 10:34 PM IST

জনপ্রিয় ফটো এবং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম Instagram-এ ভেরিফিকেশন ব্যাজ বা ব্লু টিক (Blue Tick) পেতে আগে অনেক কাঠখড় পোড়াতে হত। জনপ্রিয় কোনো ব্যক্তি না হলে আগে ব্লু টিক পাওয়া যেত না। তবে এখন এসবের প্রয়োজন নেই। মেটা ভেরিফায়েড প্রোগ্রামের (Meta Verified Program) মাধ্যমে এখন যে কেউ মাসিক সাবস্ক্রিপশন নিয়ে ব্লু টিক কিনতে পারবেন।

মেটা সম্প্রতি ভারতে 'মেটা ভেরিফাইড' প্রোগ্রাম চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা মাসে মাসে পেমেন্ট করে এবং সরকারি আইডি জমা দিয়ে ব্লু টিক পেয়ে যাবেন। তবে এর জন্য ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে Instagram-এ ব্লু টিক পাওয়া যাবে।

Instagram-এ Blue টিক কীভাবে পাবেন

ইনস্টাগ্রামে ব্লু টিক পেতে প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি আপডেট করুন এবং এরপরে নীচে উল্লিখিত ধাপগুলি অনুসরণ করুন।

১. ইনস্টাগ্রামে ব্লু টিক সাবস্ক্রিপশন নিতে আপনার ফোনে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন খুলুন।

২. এর পরে, নীচের ডানদিকে প্রোফাইল ফটোতে ট্যাপ করে আপনার প্রোফাইলে যান।

৩. উপরের তিনটি লাইনে ট্যাপ করার পর সেটিংস মেনু খুলবে, এখানে আপনি একটি নতুন 'Join Meta verified' অপশন দেখতে পাবেন।

৪. এটিতে ট্যাপ করার পরে, আপনি নতুন এই প্রোগ্রাম সম্পর্কে তথ্য পাবেন এবং 'Subscribe' বাটন দেখতে পাবেন।

৫. 'Subscribe' অপশনে ট্যাপ করার পর পেমেন্ট অপশন আসবে এবং সরকারি আইডি আপলোডের পর অ্যাকাউন্টে ব্লু টিক প্রদর্শিত হবে।

Instagram-এ ব্লু টিক পেতে খরচ কত করতে হবে

ভারতে অ্যাপের ক্ষেত্রে মেটা ভেরিফাইড প্রোগ্রামের মূল্য প্রতি মাসে ৬৯৯ টাকা রাখা হয়েছে। অর্থাৎ ইনস্টাগ্রামে ব্লু টিক নেওয়ার জন্য অ্যাপ ব্যবহারকারীদের প্রতি মাসে ৬৯৯ টাকা খরচ করতে হবে।

Show Full Article
Next Story
Share it