- Home
- »
- টেক গাইড »
- WhatsApp-এর Channel আপডেট নিয়ে বিরক্ত?...
WhatsApp-এর Channel আপডেট নিয়ে বিরক্ত? কয়েক ক্লিকে ফেরত পাবেন পুরোনো স্ট্যাটাস সেকশন
গত মাসের মাঝামাঝি সময়ে WhatsApp-এ নতুন Channel ফিচার যুক্ত হয়েছে। তবে অন্যান্য ক্ষেত্রে নতুন ফিচার এনে ইউজারমহলে ভালো...গত মাসের মাঝামাঝি সময়ে WhatsApp-এ নতুন Channel ফিচার যুক্ত হয়েছে। তবে অন্যান্য ক্ষেত্রে নতুন ফিচার এনে ইউজারমহলে ভালো প্রতিক্রিয়া পেলেও, ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির এই ফিচারটিকে নিয়ে প্রচুর সমালোচনা চলেছে। আসলে Channel ফিচার প্রকাশ হওয়ার পর প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেলিব্রিটি, জনপ্রিয় ব্যক্তিত্বেরা এই একমুখী কমিউনিকেশন সিস্টেমের সাথে নিজেদের জড়িয়েছেন। তবে ফিচারটি সাড়া ফেললেও, অধিকাংশ মানুষই WhatsApp-কে মেসেজিং মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পরিণত করার জন্য অসন্তোষ প্রকাশ করেছেন। প্রচুর WhatsApp ব্যবহারকারী স্ট্যাটাস সেকশনে এই নতুন আপডেট পেয়ে Meta-র সমালোচনা করেছেন। এতে করে স্ট্যাটাস সেকশনের ইন্টারফেস একেবারে পাল্টে গেছে – একদিকে নতুন নতুন আপডেট পাওয়া যাচ্ছে নোট, কিন্তু কারো স্ট্যাটাসের প্রিভিউ দেখা যাচ্ছেনা। এক্ষেত্রে WhatsApp চ্যানেল ফিচার থেকে অপ্ট আউট করার কোনো সরাসরি উপায় নেই, তবে আপনি যদি এটি নিয়ে বিরক্ত হন, তাহলে একটি ছোট্ট কাজ করে আপনি আপনার স্ট্যাটাস সেকশন পুরোনো চেহারায় ফিরে পেতে পারেন।
কীভাবে WhatsApp-এর Channel অপশন থেকে মুক্তি পাবেন?
আপনি যদি হোয়াটসঅ্যাপের চ্যানেল ফিচারে আগ্রহী না হন, তাহলে এটি স্ক্রিন থেকে হাইড করে রাখতে পারেন।
– এক্ষেত্রে নতুন আপডেট আসার পর স্ক্রিনে প্রদত্ত 'চ্যানেল' অপশনে ক্লিক না করলে আপনার স্ট্যাটাস সেকশন আগের মতোই থাকবে। কেবল বিভিন্ন ব্যক্তির স্ট্যাটাস আপডেটের নিচের দিকে চ্যানেল সংক্রান্ত অপশন উপলব্ধ হবে।
– কোনো কারণে চ্যানেল ফিচারে ক্লিক করে ফেললে বা কোনো চ্যানেল ফলো করলে, সেটিকে আনফলো (unfollow) করে দিন। সমস্ত চ্যানেল আনফলো করে দিলে সেগুলির আপডেট আর স্ট্যাটাস সেকশনে থাকবেনা, আর আপনি অন্য কারো স্ট্যাটাসের প্রিভিউ দেখতে সক্ষম হবেন।
– অ্যান্ড্রয়েড ইউজাররা চ্যাট ব্যাকআপ নিয়ে নতুন হোয়াটসঅ্যাপ সংস্করণটি আনইনস্টল করে, বৈধ উৎস থেকে APK ডাউনলোড করে পুরোনো সংস্করণটি ইনস্টল ও ব্যবহার করতে পারেন।