PAN-Aadhaar link: How to link PAN with Aadhaar? Check out all the details while you're there

ভারতীয় নাগরিকদের জন্য আধার (Aadhaar) কার্ড যেমন গুরুত্বপূর্ণ, তেমনই বিভিন্ন কাজের জন্য প্রয়োজনীয় নথি হল প্যান (Pan)...
Anwesha Nandi 22 Feb 2023 3:03 PM IST

ভারতীয় নাগরিকদের জন্য আধার (Aadhaar) কার্ড যেমন গুরুত্বপূর্ণ, তেমনই বিভিন্ন কাজের জন্য প্রয়োজনীয় নথি হল প্যান (Pan) কার্ড। সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে এই দুই ভিন্ন নথির মধ্যে সংযোগ সাধন করার অর্থাৎ প্যান-আধার লিঙ্ক করার কথা বললেও, এবার এই বিষয়টিকে বাধ্যতামূলক করেছে কেন্দ্র সরকার। এতে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল এবং আরও কয়েকটি পরিষেবা সহজে পাওয়া যাবে বলে সরকারের তরফে জানানো হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস বা CBDT-এর ঘোষণা অনুযায়ী, প্যানের সাথে আধার লিঙ্ক করা না হলে আগামী ৩১শে মার্চ, ২০২৩-এর পরে তা নিষ্ক্রিয় হয়ে যাবে। মানে ৩১শে মার্চের মধ্যেই আধার কার্ডের সাথে প্যান লিঙ্কের কাজ সেরে ফেলতে হবে৷ সেক্ষেত্রে আপনি যদি বাড়ি বসে এক মাসের মধ্যে নিজেই এই সংযুক্তিকরণের কাজ করতে চান, তাহলে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করুন।

কীভাবে Aadhaar-এর সাথে PAN লিঙ্ক করবেন?

১. আধার কার্ডের সাথে প্যান লিঙ্ক করতে ভারতের আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট বা https://www.incometaxindiaefiling.gov.in/ ওপেন করুন।

২. হোমপেজের 'কুইক লিঙ্ক' (Quick Links) বিভাগের অধীনে উপলব্ধ 'লিঙ্ক আধার' (Link Aadhaar) অপশনে ক্লিক করুন।

৩. এক্ষেত্রে একটি নতুন পেজ আপনার সামনে খুলবে যেখানে আপনাকে আপনার প্যান, আধার নম্বর এবং আপনার নাম (আধার কার্ডে উল্লিখিত) লিখতে হবে।

৪. পরবর্তী ধাপে পেজে প্রদর্শিত ক্যাপচা কোড লিখে এবং 'লিঙ্ক আধার' (Link Aadhaar) অপশনটি বেছে নিতে হবে। এতেই আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে।

ইতিমধ্যেই অ্যাপ্লিকেশন করে থাকলে স্ট্যাটাস চেক করুন এভাবে

১. আপনি যদি ইতিমধ্যেই আধার ও প্যান লিঙ্কের অ্যাপ্লিকেশন করে থাকেন, তাহলে তার স্ট্যাটাস চেক করতে incometax.gov.in ওয়েবসাইটে যান।

২. এরপর 'লিঙ্ক আধার স্ট্যাটাস' (Link Aadhaar Status) অপশনটি খুঁজে তাতে ক্লিক করুন।

৩. নির্দিষ্ট জায়গায় প্যান এবং আধার নম্বর লিখুন, আর তারপর 'ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস' (View Link Aadhaar Status) অপশন নির্বাচন করুন।

৪. এক্ষেত্রে আপনার প্যান আধারের সাথে লিঙ্ক করা থাকলে, আপনার স্ক্রিনে সেই বিষয়ে একটি মেসেজ প্রদর্শিত হবে।

Show Full Article
Next Story