- Home
- »
- টেক গাইড »
- Android Phone: দিন দিন স্লো হয়ে যাচ্ছে...
Android Phone: দিন দিন স্লো হয়ে যাচ্ছে আপনার ফোন, এই ৫ উপায়ে দ্রুত করুন
অনেক অ্যান্ড্রয়েড ফোন (Android Phone) ইউজার মাঝে মাঝে অভিযোগ করেন, ব্যবহার শুরু করার কিছুদিন পর তাদের ফোন ধীরগতিসম্পন্ন...অনেক অ্যান্ড্রয়েড ফোন (Android Phone) ইউজার মাঝে মাঝে অভিযোগ করেন, ব্যবহার শুরু করার কিছুদিন পর তাদের ফোন ধীরগতিসম্পন্ন হয়ে গেছে। আসলে স্মার্টফোন ব্যবহারকারীরা এমন কিছু ভুল কাজ করে থাকেন, যেগুলির কারণে তাদের ফোনটি ধীরগতি সম্পন্ন হয়ে পড়ে। আর সবথেকে মজার বিষয় হলো যে, ব্যবহারকারীরা বুঝতেও পারে না যে, এই ভুল কাজগুলি তাদের ফোনের জন্য কতটা ক্ষতিকারক হতে পারে। এই প্রতিবেদনে আমরা ধীর হয়ে যাওয়া অ্যান্ড্রয়েড ফোন কীভাবে দ্রুত করা যাবে (How to speed up your Android Phone) তার উপায়গুলো বলবো।
Android Phone আপডেট করুন
অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের সবথেকে বড় ভুল হচ্ছে নিয়মিত তাদের ফোনের সফটওয়্যার আপডেট না করা। প্রতিটা আপডেট পুরানো বাগ এবং ত্রুটিগুলিকে সংশোধন করে স্মার্টফোনের কার্যক্ষমতা ও ব্যাটারি লাইফ বৃদ্ধি করে। তাই আপডেট না করে পুরনো সফটওয়্যার ব্যবহার করলে ফোনটি স্লো হয়ে যেতে থাকে।
হোম স্ক্রিনে একাধিক উইজেট
স্মার্টফোনের হোম স্ক্রিন কাস্টমাইজ করার জন্য অনেকে পছন্দের অপশনগুলির শর্টকাট এবং উইজেট রাখে। তবে স্ক্রিনে যত বেশি শর্টকাট এবং উইজেট থাকবে, তত বেশি ফোনের কর্মক্ষমতা ব্যবহার হবে। এছাড়াও প্রতিবার হোমস্ক্রিন লোড হতে ডিভাইসটি একটু বেশি সময় নেবে। ফলে ফোনটির গতি কমে যাবে।
কম স্টোরেজ স্পেস
স্মার্টফোনে অতিরিক্ত অ্যাপ, ছবি, গান, ভিডিও রাখার কারণে অনেক সময়েই আপনার মুঠোফোনের মেমারি ভর্তি হয়ে যায়। তার ফলেও ফোনটি ধীর গতিতে চলে। তাই এই সমস্যার কবল থেকে বাঁচতে ফোন থেকে অপ্রয়োজনীয় জিনিস মুছে ফেলা দরকার। আপনি চাইলে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করুন।
ফোন রিস্টার্ট করুন
সময়ের সাথে সাথে ফোনের পারফরম্যান্স কমতে থাকে। এই কারণেই ফোন ধীরে ধীরে ধীরগতির হতে থাকে। তাই ফোন যদি ঠিক রাখতে হয় তবে মাঝে মাঝে এটি রিস্টার্ট করতে হবে। ফোন রিস্টার্ট করলে এর ছোটখাটো সফটওয়্যার ত্রুটিগুলি ঠিক হয়ে যায়। পাশাপাশি ফোনের স্পিড ঠিক হয়ে যায় এবং ফোনের পারফরম্যান্সও উন্নত হয়।
বারবার ফোন ডিসচার্জ করবেন না
যদি আপনি Android Phone-এর চার্জ শেষ হলেও সময় মতন সেটিকে চার্জ না করেন, তাহলে ফোনে অতিরিক্ত চাপ পড়ে। তাই ফোনের ব্যাটারি শেষ হওয়ার আগেই চার্জ দেওয়ার চেষ্টা করুন। প্রতিবার ব্যাটারি শূন্য থেকে চার্জ করা হলে এটি ফোনের কার্যক্ষমতাকে কমিয়ে দেয়, ফলে ফোনটি স্লো হয়ে যায়।