Jio Payments Bank: ঘরে বসেই কীভাবে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলবেন? কী কী সুবিধা পাবেন দেখে নিন

Paytm Payments Bank বন্ধ হয়ে যাওয়ার পর থেকে মানুষ এর বিকল্প ও নির্ভরযোগ্য ব্যাঙ্ক খোঁজ করে চলেছে। মানুষের মনের কথা...
Julai Mondal 6 Oct 2024 5:19 PM IST

Paytm Payments Bank বন্ধ হয়ে যাওয়ার পর থেকে মানুষ এর বিকল্প ও নির্ভরযোগ্য ব্যাঙ্ক খোঁজ করে চলেছে। মানুষের মনের কথা বুঝতে পেরে জিও সেই কারণে নিয়ে এসেছে Jio Payments Bank। একে Jio Finance Bank নামেও ডাকা হয়। আপনি বাড়ি বসেই এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারবেন। কারণ এই ব্যাঙ্ক পেপারলেস অ্যাকাউন্ট খোলার সুবিধা দেয়। আসুন Jio Payments Bank -এ কীভাবে অ্যাকাউন্ট খোলা যাবে জেনে নেওয়া যাক। পাশাপাশি আমরা Jio Finance Bank এর বেনিফিটও আপনাদের সাথে শেয়ার করবো।

কীভাবে Jio Payments Bank অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন করবেন (How to Open Jio Payments Bank Account)

আগেই বলেছি জিও পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার জন্য কোনো ব্র্যাঞ্চে বা স্টোরে যাওয়ার দরকার নেই। আপনি মোবাইল ফোন ব্যবহার করেই এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন।

1) জিও পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে Jio Finance App ডাউনলোড করুন।

2) এবার অ্যাপকে পারমিশন দিন।

3) এবার লগ-ইন করুন বা মোবাইল নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন।

4) এবার Jio Finance অ্যাপের মধ্যে 'toolbar' অপশনে গিয়ে নীচের দিকে 'Bank' আইকনে ক্লিক করুন।

5) এখানে 'Get a Savings Account' লেখা একটি ব্যানার দেখতে পাবেন।

6) এই জায়গায় ক্লিক করার পর আপনার মোবাইল নম্বর এন্টার করুন ও 'Proceed' অপশনে ক্লিক করুন।

7) এরপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ধরন স্যালারি নাকি সেভিং সেটি 'Choose the Account Type' থেকে নির্বাচন করুন।

8) তারপর আপনি ভার্চুয়াল ডেবিট কার্ড নিতে চান কিনা জানতে চাওয়া হবে।

9) এবার আপনি আপনার প্যান ও আধার নম্বর লিখুন।

10) সবশেষে আপনি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ভিডিও কল বা বাড়িতে এজেন্ট আসার বিকল্প বেছে নিতে পারেন।

ডকুমেন্ট ভেরিফিকেশনের পর আপনার Jio Payments Bank এর অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।

Jio Payments Bank এর সুবিধা

* জিও পেমেন্টস ব্যাঙ্কে দ্রুত ও পেপারলেস অ্যাকাউন্ট খোলা যায়।

* বিশেষ কোনো ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন হয়না।

* জিও পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টধারীরা বিভিন্ন ডিল ও ডিসকাউন্ট অফার পান‌।

* জিও পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে আপনাকে ছোটোখাটো লেনদেনের জন্য প্রাইমারি ব্যাঙ্ক অ্যাকাউন্টের দরকার পড়বে না।

* জিও সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ৩.৫ শতাংশ সুদ দেয়

* আপনি এখানে ইউপিআই পরিষেবা উপভোগ করতে পারবেন।

Show Full Article
Next Story
Share it