৫০ টাকা দিয়ে ঘরে বসে অর্ডার করুন PVC Aadhaar কার্ড, ছিড়ে যাওয়ার ভয় নেই, জল লাগলেও নষ্ট হবে না

আধার কার্ড বর্তমানে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। স্কুলে ভর্তি থেকে শুরু বিভিন্ন সরকারি সুবিধার জন্য আজ Aadhaar Card...
Puja Mondal 4 Oct 2024 4:48 PM IST (Updated: 4 Oct 2024 4:57 PM IST)

আধার কার্ড বর্তমানে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। স্কুলে ভর্তি থেকে শুরু বিভিন্ন সরকারি সুবিধার জন্য আজ Aadhaar Card প্রয়োজন। এহেন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জল লেগে নষ্ট হয়ে গেল আমাদের সমস্যার শেষ থাকে না। তাই UIDAI এই সমস্যার সমাধান করতে পিভিসি আধার কার্ড চালু করেছে। কারণ পিভিসি আধার কার্ড একটি প্লাস্টিকের কার্ড, যা জল দ্বারা ক্ষতিগ্রস্থ বা ক্ষতিগ্রস্থ হয় না। আপনি বাড়িতে বসেই অনলাইনে PVC Aadhaar Card অর্ডার করতে পারেন, এরজন্য ৫০ টাকা খরচ করতে হবে। চলুন কীভাবে পিভিসি আধার কার্ড অর্ডার করা যাবে দেখে নেওয়া যাক।

কীভাবে PVC Aadhaar অর্ডার করবেন

পিভিসি আধার কার্ড অর্ডার করার জন্য ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

এখানে 'মাই আধার' বিভাগে গিয়ে 'অর্ডার পিভিসি আধার কার্ড' অপশন দেখতে পাবেন।

এবার আপনার ১২ সংখ্যার আধার নম্বরটি লিখুন।

সিকিউরিটি কোড বা ক্যাপচা এন্টার করুন।

এরপর আপনার মোবাইলে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) আসবে। সেই ওটিপি এন্টার করুন।

এখন আপনার পছন্দসই পেমেন্ট অপশন নির্বাচন করুন, যেমন ক্রেডিট/ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআই এবং ৫০ টাকা পেমেন্ট করুন।

এবার আপনার আধার কার্ডটি ১০ থেকে ১৫ দিনের মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে।

পিভিসি আধার কার্ড অর্ডার করার আগে যে বিষয়গুলি মাথায় রাখবেন

পিভিসি আধার কার্ড অর্ডার করার জন্য আপনার আধার নম্বর এবং রেজিস্টার্ড মোবাইল নম্বর দরকার। আর আপনার অর্ডার স্ট্যাটাস ট্র্যাক করার জন্য আধার নম্বর এবং ভিআইডি দরকার হবে।

Updated On: 4 Oct 2024 4:57 PM IST
Show Full Article
Next Story
Share it