Smartphones: বৃষ্টির হাত থেকে স্মার্টফোনকে কীভাবে বাঁচাবেন, জল ঢুকে গেলে কি করণীয়

বর্তমানে কথা বলা থেকে শুরু অফিসের বিভিন্ন কাজ করার জন্য আমরা স্মার্টফোন ব্যবহার করে থাকি। কারণ Smartphone এখন আমাদের...
techgup 27 May 2023 8:33 PM IST

বর্তমানে কথা বলা থেকে শুরু অফিসের বিভিন্ন কাজ করার জন্য আমরা স্মার্টফোন ব্যবহার করে থাকি। কারণ Smartphone এখন আমাদের জীবনের অভিন্ন অংশ হয়ে উঠেছে। আর সামনেই বর্ষাকাল। এই সময় মানুষকে অপ্রস্তুত রেখেই যখন তখন শুরু হয়ে যায় বৃষ্টি। এমতাবস্থায়, বৃষ্টির জল ঢুকে নষ্ট হয়ে যেতে পারে আপনার সাধের মোবাইল ফোন। তাই আসন্ন বর্ষাকালে বৃষ্টির জল থেকে আপনার স্মার্টফোনটিকে রক্ষা করতে জেনে রাখুন এই পাঁচটি উপায়।

Waterproof Mobile Cover ব্যবহার করুন

বর্ষাকালে আপনার ডিভাইসটির জন্য ওয়াটারপ্রুফ কভার খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ধরনের ফোনের কভারগুলি শুধুমাত্র বৃষ্টির জল থেকেই নয়, বাতাসের আর্দ্রতা থেকেও আপনার ডিভাইসটিকে রক্ষা করবে। তাই বাজারে বিভিন্ন ধরনের মোবাইল কভার পাওয়া গেলেও, আপনি বেছে নিন আপনার ডিভাইসের উপযুক্ত একটি কভার।

স্মার্টফোনটি সিল করা ব্যাগে রাখুন

আপনি যদি ফোনের সুরক্ষার বিষয়ে বেশি উদ্বিগ্ন হয়ে ওঠেন, তাহলে সিল করা ব্যাগ ব্যবহার করতে পারেন। এই সিল করা ব্যাগগুলি বৃষ্টির জল এবং বাতাসের আর্দ্রতা দুটো থেকেই আপনার ফোনকে রক্ষা করবে। এছাড়া আপনি বাতাসের আর্দ্রতা শোষণ করার জন্য ব্যাগে সিলিকা জেলের প্যাকেটও রাখতে পারেন।

বৃষ্টিতে ফোনের ব্যবহার এড়িয়ে চলুন

বর্ষাকালে ফোনকে রক্ষা করার সবথেকে ভালো উপায় হল বৃষ্টিতে ফোনের ব্যবহার এড়িয়ে চলা। বৃষ্টির সময় আপনি ফোনটিকে পকেটে বা ব্যাগে রাখতে পারেন। আর প্রয়োজনে কোনো উপযুক্ত জায়গায় গিয়ে ফোনের ব্যবহার করতে পারেন।

স্মার্টফোনে জল লাগলে কি করবেন?

কোনো কারণে যদি আপনার স্মার্টফোনটি ভিজে যায়, তাহলে সঙ্গে সঙ্গে সেটি কোন শুকনো টিস্যু পেপার অথবা নরম কাপড় দিয়ে মুছে নিন। আর যদি ফোনের ভিতর অতিরিক্ত জল ঢুকে যায় তাহলে সেটি বন্ধ করে দুই থেকে তিন দিন চাল ভর্তি একটি পাত্রে রেখে দিন।

Show Full Article
Next Story