- Home
- »
- টেক গাইড »
- আধার কার্ড দিয়ে ইউপিআই অ্যাকাউন্ট...
আধার কার্ড দিয়ে ইউপিআই অ্যাকাউন্ট কীভাবে সেটআপ করবেন, দরকার নেই ডেবিট কার্ডের
Aadhaar Card-based UPI Setup :'ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস' বা UPI ভিত্তিক BHIM, PhonePe, Google Pay -এর মতো অ্যাপগুলি...Aadhaar Card-based UPI Setup :'ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস' বা UPI ভিত্তিক BHIM, PhonePe, Google Pay -এর মতো অ্যাপগুলি বর্তমান সময়ে ডিজিটাল ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম হিসাবে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে। তবে UPI সিস্টেম চালু হওয়ার পর থেকে, অ্যাপে প্রোফাইল সেটআপ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিংক করার একমাত্র উপায় ছিল ডেবিট কার্ডের বিশদ বিবরণ প্রদান করা। কিন্তু এখন, ডিজিটাল পেমেন্ট পরিষেবা পরিচালনার নেপথ্যে থাকা 'ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া' ওরফে NPCI টিম, ডেবিট কার্ড ছাড়াই UPI অ্যাপ ব্যবহার করার জন্য একটি নতুন পদ্ধতি নিয়ে এসেছে। মূলত ১২৫ কোটিরও বেশি ভারতীয় এখন তাদের প্রাথমিক পরিচয়পত্র হিসাবে আধার কার্ড ব্যবহার করায় RBI অধীনস্ত সংস্থাটি, আধার কার্ড দিয়েই UPI অ্যাকাউন্ট সেট আপ করার সুবিধা দিচ্ছে।
NPCI সম্প্রতি ভারতীয়দের জন্য আধার কার্ড-বেসড UPI (Aadhaar Card-based UPI) সেটআপ প্রক্রিয়া এনাবল করেছে, যার জন্য কোনও ডেবিট কার্ডের প্রয়োজন নেই৷ অর্থাৎ, ডেবিট কার্ড এবং আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা নেই এমন ব্যক্তিরাও এখন BHIM, PhonePe, Google Pay -এর মতো অন্যান্য UPI অ্যাপ ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে, আপনি আধার-ভিত্তিক যাচাইকরণের মাধ্যমে রেজিস্টার করতে এবং ভ্যারিফিকেশনের সময়ে প্রাপ্ত OTP -এর মাধ্যমে UPI ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, এই 'ওয়ান-টাইম পাসওয়ার্ড' ব্যবহার করেই যেকোনো UPI-এনাবল অ্যাপে নির্বিঘ্নে এবং সুরক্ষিতভাবে UPI পিনও রিসেট করা সম্ভব হবে। চলুন কীভাবে আধার কার্ড ব্যবহার করে UPI সেটআপ করবেন তা বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক এবার…
আধার কার্ড ব্যবহার করে কিভাবে UPI সেটআপ করবেন (How to Setup UPI Using Aadhaar Card) :
১. প্রথমেই, BHIM বা অন্য কোনও UPI-এনাবল অ্যাপ, যেমন - Google Pay বা PhonePe নিজের ডিভাইসে ডাউনলোড করুন।
২. এবার সেই অ্যাপে সাইন আপ করুন এবং UPI অ্যাপ সেটআপ প্রক্রিয়া শুরু করতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নির্বাচন করুন৷
৩. "Set UPI PIN" বিকল্পে ট্যাপ করার মাধ্যমে অ্যাপে একটি নতুন UPI পিন সেট করুন।
৪. এখন, আপনার ডিভাইসের স্ক্রিনে দুটি বিকল্প ভেসে উঠবে 一 ডেবিট কার্ড এবং আধার৷
৫. "আধার" বিকল্পটি চয়ন করুন। এবার ভ্যারিফিকেশনের প্রক্রিয়া শুরু করার জন্য অনুমতি চাওয়া হবে।
৬. এরপর "Accept" বাটনে ট্যাপ করে প্রদত্ত শর্তাবলী (টার্মস অ্যান্ড কন্ডিশনস) স্বীকার করুন।
৭. এখন আপনার আধার কার্ডের প্রথম ছয়টি ডিজিট এন্টার করুন এবং "Confirm" বাটন প্রেস করুন৷
৮. একবার আধার যাচাইকরণ সম্পন্ন হয়ে গেলে, আপনি UPI পিন সেট আপ করতে পারবেন৷
- তবে তার আগে, UIDAI থেকে আপনার রেজিস্টার্ড বা নিবন্ধিত মোবাইল নম্বরে প্রেরিত OTP বা ওয়ান টাইম পাসওয়ার্ড লিখুন।
১০. সবশেষে OTP ভ্যারিফিকেশন সম্পন্ন হয়ে গেলে, UPI পিনটি পুনরায় নিশ্চিত করুন৷
উপরিউক্ত ধাপগুলি অনুসরণে আপনি একবার যদি প্রোফাইল সেটআপ সম্পন্ন করে ফেলেন, তবে BHIM সহ অন্যান্য UPI অ্যাপগুলি ব্যবহার করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ প্রদান করতে সক্ষম হবেন৷
আধার কার্ড-বেসড UPI পরিষেবা সমর্থনকারী ব্যাঙ্কের তালিকা (List of Banks Supporting Aadhaar Card-Based UPI Service) :
এই মুহূর্তে হাতে গোনা মাত্র কয়েকটি ব্যাঙ্ক এই নতুন আধার কার্ড-ভিত্তিক UPI পরিষেবার সুবিধা অফার করছে। নিচে আধার কার্ড-ভিত্তিক UPI ভ্যারিফিকেশন এবং সেটআপ সমর্থনকারী ব্যাঙ্কগুলির তালিকা দেওয়া হল -
কানাড়া ব্যাঙ্ক (Canara Bank),
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central bank of India),
কসমস কর্পোরেটিভ ব্যাঙ্ক (Cosmos Cooperative Bank),
ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক (IndusInd Bank),
কেরলা গ্রামীণ ব্যাঙ্ক (Kerala Gramin Bank),
কর্নাটক গ্রামীণ ব্যাঙ্ক (Karnataka Gramin Bank),
করুর বৈশ্য ব্যাঙ্ক (Karur Vysya Bank),
পাঞ্জাব সিন্ধু ব্যাঙ্ক (Punjab Sind Bank),
রাজস্থান কর্পোরেটিভ ব্যাঙ্ক (Rajasthan Cooperative Bank),
সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক লিমিটেড (Suryoday Small Finance Bank Ltd),
ইউকো ব্যাঙ্ক (UCO Bank)।