নতুন নতুন নম্বর থেকে WhatsApp-এ আসছে স্প্যাম কল? এভাবে মুক্তি পান

WhatsApp স্প্যামকলগুলি বর্তমানে এতটাই বৃদ্ধি পেয়েছে যে, বেশিরভাগ ব্যবহারকারীই এখন এই সম্পর্কে অবগত। অনেকেই সময়ে অসময়ে...
techgup 18 Jan 2024 12:36 PM IST

WhatsApp স্প্যামকলগুলি বর্তমানে এতটাই বৃদ্ধি পেয়েছে যে, বেশিরভাগ ব্যবহারকারীই এখন এই সম্পর্কে অবগত। অনেকেই সময়ে অসময়ে স্প্যাম কল বা রোবটিক স্ক্যামারদের অবাঞ্ছিত কলে ভীষণ বিরক্ত বোধ করেন। আর আপনিও যদি এই সমস্যায় জর্জরিত হয়ে থাকেন, তাহলে আর চিন্তা করতে হবে না। কারণ, এখন থেকে এই ধরনের সমস্যার সমাধান নিজেই করতে পারবেন। বিষয়টি অবিশ্বাস্য হলেও একদম সত্যি। আজ এই প্রতিবেদনে আমরা কিভাবে WhatsApp স্প্যাম কল এড়ানো যায় সেই সম্পর্কে বেশ কয়েকটি প্রয়োজনীয় তথ্য জানাবো।

WhatsApp -এ ভুয়ো এবং স্প্যাম কল এড়ানোর জন্য কি কি করবেন ?

  • প্রথমে সেটিংসে জন, তারপর সেখান থেকে "প্রাইভেসি" অপশনে ক্লিক করুন।
  • এবার প্রোফাইলের ছবি সকলকে না দেখানোর জন্য "এভরিওয়ান" অপশনটি সরিয়ে কেবলমাত্র "মাই কন্টাক্টস" অপশনটি বেছে নিন।
  • লাস্ট সিন এবং অনলাইন শো অপশনগুলি নিয়ন্ত্রণ করুন। সবার সাথে অনলাইন স্ট্যাটাস শেয়ার করবেন না। শুধুমাত্র পরিচিত মানুষের সাথে নিজের স্ট্যাটাস শেয়ার করুন।
  • সর্বদা সন্দেহজনক এবং বড় গ্রুপে যোগদান করা এড়িয়ে চলুন। কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দেওয়ার আগে নিশ্চিত করবেন যে সেই গ্রুপটি বিশ্বস্ত কিনা।
  • অনলাইনে বা পাবলিক প্ল্যাটফর্মে নিজের ফোন নম্বর শেয়ার করার সময় সতর্ক থাকুন।
  • অচেনা ফোন নম্বর থেকে আসা মেসেজগুলির উত্তর দেবেন না, বিশেষ করে যদি সেই মেসেজে ব্যক্তিগত তথ্য এবং অর্থের জন্য সংবেদনশীল তথ্য জানতে চাওয়া হয়।
  • সন্দেহজনক নম্বর রিপোর্ট করুন এবং অবিলম্বে তাদের ব্লক করুন।

কিভাবে স্প্যাম কল খুঁজে পাবেন?

  • অজানা এবং নতুন কোনো নম্বর থেকে আসা হ্যালো বা হাই-এর মত মেসেজগুলি উত্তর দেওয়ার সময় সতর্ক থাকুন।
  • টাকা, গিফট বা লটারি সংক্রান্ত কোনো কল বা মেসেজ পেলে সেগুলি বিশ্বাস না করাই ভালো।
  • অজানা কোনো নম্বর থেকে আসা মেসেজে কোনো সন্দেহজনক লিঙ্ক থাকলে সেই লিঙ্ক ওপেন না করাই ভালো।

হোয়াটসঅ্যাপে জালিয়াতি এড়াতে কোন কোন জিনিসগুলি মনে রাখবেন?

  • সব সময় একটি কল ফিল্টার ব্যবহার করুন -

এর জন্য আপনি কোনো থার্ড পার্টি অ্যাপও ব্যবহার করতে পারেন, যেগুলি হোয়াটসঅ্যাপে স্প্যাম কলগুলি স্ক্যান করার পর ফিল্টার করে।

  • WhatsApp আপডেট রাখুন -
  • লেটেস্ট সিকিউরিটি ফিচার এবং বাগ ফিক্সের সুবিধা পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপের লেটেস্ট আপডেট ইনস্টল করুন।
  • বন্ধু এবং পরিবারের সাথে স্প্যাম সম্পর্কিত তথ্য শেয়ার করে তাদের নিরাপদে থাকার পরামর্শ দিন

Show Full Article
Next Story
Share it