Cyclone Track: স্মার্টফোনের মাধ্যমে কোন সাইক্লোন কত গতিবেগে কোথায় আছড়ে পড়বে, কীভাবে জানবেন

এই মুহূর্তে ঘূর্ণিঝড় 'Biparjoy' সম্পর্কে আমরা অনেকেই জানি। শীঘ্রই এই ঘূর্ণিঝড়টি প্রবল বেগে গুজরাটের দিকে ধেয়ে আসছে।...
techgup 16 Jun 2023 1:48 PM IST

এই মুহূর্তে ঘূর্ণিঝড় 'Biparjoy' সম্পর্কে আমরা অনেকেই জানি। শীঘ্রই এই ঘূর্ণিঝড়টি প্রবল বেগে গুজরাটের দিকে ধেয়ে আসছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ সন্ধ্যায় গুজরাটের উপকূলে আছড়ে পড়তে পারে এটি। মনে করা হচ্ছে, দেবভূমি দ্বারকা, জামনগর, সৌরাষ্ট্র ও কচ্ছে এই ঝড় সব থেকে বেশি প্রভাব ফেলতে পারে। এছাড়া মহারাষ্ট্র ও রাজস্থানেও এই ঝড়ের দাপট দেখা যাবে। ইতিমধ্যেই কিছু কিছু জায়গায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে, সেই সঙ্গে কিছু জেলায় এখনই সাগরের ঢেউ-এর গতি তীব্র হয়ে উঠেছে। তবে এখন মনে প্রশ্ন জাগতে পারে ঘূর্ণিঝড় কী, আর কীভাবে এই ঝড় আমাদের জীবনকে প্রভাবিত করে এবং কীভাবে এই ঝড়ের গতিবিধি সম্পর্কে আমরা আগে থেকে জানতে পারবো? এইসব প্রশ্নের উত্তর পাবেন এই প্রতিবেদনে।

ঘূর্ণিঝড় কি?

ঘূর্ণিঝড় হলো একটি শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগ, যেটি মানুষের জীবন যাপন ও বিষয়-আশয়-এর জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে। এমতাবস্থায়, আবহাওয়া দপ্তর ও প্রশাসনের উচিত ঘূর্ণিঝড় প্রবণ এলাকার বাসিন্দাদের এই বিষয়ে অবগত রাখা এবং আসন্ন বিপদ সম্পর্কে সচেতন করে তোলা।

ঘূর্ণিঝড় Biporjoy কি?

প্রতিটা ঘূর্ণিঝড়েরই একটি করে নাম দেওয়া হয়। এবারের এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে বিপর্যয়। আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাস দেওয়া হয় যে, এটি ১৫ জুন সন্ধ্যায় ১২৫-১৩৫ কিমি প্রতি ঘন্টা গতিবেগে জাখাউ বন্দর হয়ে সৌরাষ্ট্র এবং কচ্ছ উপকূল অতিক্রম করবে। তবে এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৫০ কিমি প্রতি ঘন্টা। আইএমডি বলেছে যে, এই ঘূর্ণিঝড়টি নিজের গতি বৃদ্ধি করে ভয়ংকর হয়ে উঠতে পারে। এমন পরিস্থিতিতে উপকূলবর্তী মানুষ যেন নিজের স্মার্টফোনের দ্বারা এই ঝড়ের গতিবিধি ট্রাক করতে থাকেন।

কিভাবে ট্র্যাক করবেন Biporjoy কে ?

১) Zoom Earth

গুগলের জুম আর্থের মাধ্যমে ঝড়ের রিয়েল-টাইম আপডেট সহ সাইক্লোন সম্পর্কেও জানা যায়। এটি একটি স্যাটেলাইট ইমেজ অ্যানিমেশন, যেটি ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন এলাকাগুলি চিহ্নিত করতে পারে। এই ওয়েবসাইটটি মোবাইল ফোন এবং কম্পিউটার উভয়ের মাধ্যমেই অ্যাক্সেস করা যায়। এছাড়াও, এই ওয়েবসাইটটি বাতাসের গতি, চাপ, তাপমাত্রা, আর্দ্রতার ওঠানামা এবং ব্যারোমেট্রিক চাপ সম্পর্কে সকল তথ্যই জানাতে পারে।

২) Rainviewer.com

এই ওয়েবসাইটটিও ঘূর্ণিঝড়ের গতিবিধি ট্র্যাক করতে এবং কোন কোন এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে সেই সম্পর্কে জানাতে পারে। ব্যবহারকারীরা এই ঝড়ের আপডেট পেতে এবং এর গতিবিধি ট্র্যাক করতে এই মোবাইল অ্যাপটিও ডাউনলোড করতে পারেন।

৩) Cyclocane.com

সাইক্লোকেন.কম নামের আরেকটি ওয়েবসাইট আছে, যার দ্বারা আপনি ঝড়ের সমস্ত আপডেট ও গতিবিধি সম্পর্কে জানতে পারেন৷ ঘূর্ণিঝড় বিপর্যয়ের জন্য, আপনি ''Biparjoy storm tracker" পেজে যেতে পারেন। তবে, এই ওয়েবসাইটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকা সম্পর্কে কোনো আপডেট পাওয়া যায় না।

৪) Skymet Weather

এটি ভারতের নিজস্ব ওয়েবসাইট, যেটির মাধ্যমে ঝড়ের গতিবিধি সম্পর্কে জানা যাবে। এছাড়াও, এই ওয়েবসাইটের মাধ্যমে ভারতীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ আইএমডি, সকল স্থানের আবহাওয়া সম্পর্কে যাবতীয় তথ্য জানায়।

Show Full Article
Next Story