- Home
- »
- টেক গাইড »
- কীভাবে Android থেকে আইফোনে ডেটা...
কীভাবে Android থেকে আইফোনে ডেটা স্থানান্তর করবেন, iOS ডিভাইসে ডেটা ট্রান্সফারের পদ্ধতি দেখে নিন
চলমান ফেস্টিভ সেলে এখন অনেক সস্তায় পাওয়া যাচ্ছে iPhone এর বিভিন্ন মডেল। যেকারণে অনেক অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী...চলমান ফেস্টিভ সেলে এখন অনেক সস্তায় পাওয়া যাচ্ছে iPhone এর বিভিন্ন মডেল। যেকারণে অনেক অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী আইফোন কিনছেন। আপনিও যদি একই দলে থেকে থাকেন এবং ভাবেন অ্যান্ড্রয়েড ফোন থেকে কীভাবে আইফোনে ডেটা ট্রান্সফার করবেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা Android ডিভাইস থেকে iOS ডিভাইস অর্থাৎ iPhone -এ কীভাবে ডেটা স্থানান্তর করবেন তার কৌশল জানাবো।
কীভাবে অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে ডেটা ট্রান্সফার করবেন (How to Transfer Data From Android to iPhone)
প্রথমেই মাথায় রাখুন এই বিষয়গুলি
১. অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে ডেটা স্থানান্তর করার আগে চেক করে নিন আপনার ফোন দুটিতে কমপক্ষে ৭৫ শতাংশ চার্জ আছে কিনা। সম্ভব হলে, ডেটা স্থানান্তরের সময় ডিভাইসগুলি চার্জে বসিয়ে রাখুন।
২. ডেটা ট্রান্সফারের জন্য ওয়াই-ফাই প্রয়োজন। এই ক্ষেত্রে, আপনার অ্যান্ড্রয়েড ও আইফোন, উভয় ফোনই Wi-Fi নেটওয়ার্কের সাথে সংযুক্ত আছে কিনা তা নিশ্চিত করুন।
৩. একবার স্থানান্তর করা ডেটার সাইজ ভেরিফাই করে নেবেন। কারণ আপনার নতুন আইফোনে অ্যান্ড্রয়েডের মতো এত স্টোরেজ নাও থাকতে পারে।
কীভাবে Android ফোন থেকে iOS iPhone-এ ডেটা স্থানান্তর করবেন
অ্যান্ড্রয়েড থেকে আইওএস চালিত আইফোনে ডেটা স্থানান্তর করতে আপনার Move to iOS অ্যাপের প্রয়োজন হবে। ফোনে গুগল প্লে স্টোর থেকে অ্যাপলের এই অ্যাপটি ইনস্টল করতে পারবেন। অ্যাপটি ইন্সটল করার পর নিচের ধাপগুলো অনুসরণ করুন:-
১- Move to iOS অ্যাপটি খুলুন এবং 'Apps & Data' বিভাগে ক্লিক করুন।
২- এবার 'মুভ ডেটা ফ্রম অ্যান্ড্রয়েড' অপশনে ক্লিক করুন।
৩- এরপর Move to iOS অ্যাপকে ফাইল এবং লোকেশন অ্যাক্সেস করার অনুমতি দিন।
৪- এবার আইফোনের স্ক্রিনে ওয়ান টাইম কোড দেখতে পাবেন। এই কোডটি এন্টার করে অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে 'পেয়ার' করুন।
৫- এখন আপনি আপনার নতুন আইফোনে স্থানান্তর করতে চান এমন ডেটা বেছে নিন।
৬- এর পরে ডেটা স্থানান্তর না হওয়া পর্যন্ত উভয় ডিভাইসকে পাশে রেখে দিন
৭- লোডিং বারটি সম্পূর্ণ হওয়ার পরে, আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ক্লিক করে অন-স্ক্রীন নির্দেশাবলী অনুসরণ করুন।
এখন আপনি আপনার নতুন আইফোনে অ্যান্ড্রয়েড ফোনের সমস্ত ডেটা দেখতে পারবেন।