WhatsApp Low Light Mode

কম আলোতেও সেরা ভিডিয়ো কল, হোয়াটসঅ্যাপের লো লাইট মোড কীভাবে ব্যবহার করবেন

WhatsApp Low Light Mode Feature - খুব সম্প্রতি ফিচারটি রোল আউট করা শুরু করেছে হোয়াটসঅ্যাপ। এই অপশনটি চালু করলে ভিডিয়ো কলিংয়ের ক্ষেত্রে অন্য কোনও প্ল্যাটফর্মে যেতে হবে না বলে দাবি করেছে মেটা।

Suvrodeep Chakraborty 4 Nov 2024 11:04 AM IST

চ্যাটের পাশাপাশি ভয়েস ও ভিডিয়ো কলের অন্যতম বিকল্প হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। আর তাই এবার ব্যবহারকারীদের সেরা অভিজ্ঞতা দিতে নতুন ফিচার নিয়ে এসেছে মেটা মালিকানাধীন প্ল্যাটফর্মটি। হোয়াটসঅ্যাপে যোগ হয়েছে লো লাইট মোড ফিচার। এটি মূলত ভিডিয়ো কলিং পরিষেবা আরও উন্নত করার জন্য আনা হয়েছে। এরফলে কম আলোতেও দুর্দান্ত ভিডিয়ো কলিং পরিষেবা পাবেন WhatsApp ব্যবহারকারীরা।

মূলত, হোয়াটসঅ্যাপের নিম্নমানের ভিডিয়ো কলিং নিয়ে অনেকরই অভিযোগ ছিল। বিশেষ করে কম আলোতে সেই অসুবিধা বেশি করে ফুটে উঠত। বন্ধু ও পরিবারের সঙ্গে ভিডিয়ো কলে যোগাযোগ করতে যাতে কোনওরকম অসুবিধা না হয়, তা নিয়ে অনেকদিন আগেই কাজ শুরু করে কোম্পানি। যার ফলস্বরূপ এখন লঞ্চ হল লো লাইট মোড ফিচার।

মেটা মালিকাধীন হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কল ক্রমে জনপ্রিয় হয়ে উঠেছে ব্যবহারকারীদের কাছে। অফিসের মিটিং থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, সবেতেই ভরসা জোগাচ্ছে হোয়াটসঅ্যাপের এই ফিচারটি। তাই সেক্ষেত্রে কোনওরকম আপোস করতে রাজি নয় হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ লো লাইট মোড ফিচারের সুবিধা ও যেভাবে ব্যবহার করবেন

খুব সম্প্রতি ফিচারটি রোল আউট করা শুরু করেছে হোয়াটসঅ্যাপ। এই অপশনটি চালু করলে ভিডিয়ো কলিংয়ের ক্ষেত্রে অন্য কোনও প্ল্যাটফর্মে যেতে হবে না বলে দাবি করেছে মেটা। ধাপে ধাপে সবার কাছে পৌঁছাতে শুরু করেছে লো লাইট মোড অপশন। এরফলে দৃশ্যমান্যতা কম থাকলেও বন্ধুদের সঙ্গে স্পষ্ট ভাবে যোগাযোগ করতে পারবেন।

কীভাবে হোয়াটসঅ্যাপ লো লাইট মোড ফিচার চালু করবেন?

লো লাইট মোড ফিচার চালু করার জন্য হোয়াটসঅ্যাপ খুলে ভিডিয়ো কলিং শুরু করতে হবে।

তারপর ভিডিয়ো কলটি ফুল স্ক্রিন করতে হবে। এবার উপরে ডানদিকে বাল্ব আইকনে ক্লিক করতে হবে। সেখানেই পাবেন লো লাইট মোড অপশন।

এটি অন/অফ করার সুযোগ থাকবে ব্যবহারকারীদের কাছে।

কারা কারা পাবেন?

প্রথমেই জানিয়ে রাখি, এটি কোনও স্থায়ী ফিচার নয়, যে একবার অন করলেই সুবিধা পেতে শুরু করবেন। প্রয়োজন অনুসারে লো লাইট মোড ব্যবহার করা যাবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসের জন্য চালু করা হয়েছে ফিচারটি। এর জন্য হোয়াটসঅ্যাপ অ্যাপটি নতুন ভার্সনে আপডেট করে নিতে হবে। তবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এই ফিচারটি পাওয়া যাবে না বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

Show Full Article
Next Story