নেটওয়ার্ক না থাকলে‌ও হবে কল, iPhone ও Android ফোনে কিভাবে এই ফিচার পাবেন

বর্তমানে টেলিকম অপারেটরগুলি নিজেদের গ্রাহককে উন্নত পরিষেবা দেওয়ার জন্য বেশ তৎপর। যে কারণে তারা সর্বদা চেষ্টা করে চলে...
techgup 27 March 2024 12:22 PM IST

বর্তমানে টেলিকম অপারেটরগুলি নিজেদের গ্রাহককে উন্নত পরিষেবা দেওয়ার জন্য বেশ তৎপর। যে কারণে তারা সর্বদা চেষ্টা করে চলে ব্যবহারকারীদের যাতে কল ড্রপ বা অন্যান্য নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন না হতে হয়। তবুও, বিভিন্ন কারণে কখনো কখনো সেলুলার নেটওয়ার্ক পাওয়া যায় না। যার ফলে জরুরি পরিস্থিতি হলেও কল করতে পারেন না ব্যবহারকারী। তবে জানিয়ে রাখি, যদি আপনি কখনো এই ধরনের সমস্যায় আক্রান্ত হন, তাহলে ওয়াইফাই কলিং (Wifi Calling) ফিচারটি ব্যবহার করে দরকারি ফোন কলটি করে নিতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি আপনার স্মার্টফোনে ওয়াইফাই কলিং ফিচারটি ব্যবহার করবেন।

Apple iPhone এবং অ্যান্ড্রয়েড, উভয় ফোনেই ওয়াইফাই কলিং ফিচারটি উপলব্ধ। যেটি এমন এলাকাতেও দুর্দান্ত কলিং সুবিধা প্রদান করে, যেখানে সঠিক নেটওয়ার্ক কানেকশন নেই। এছাড়াও, এই ফিচারের মাধ্যমে আপনি ভ্রমণের সময়েও প্রয়োজনীয় কল করতে পারবেন। তবে এরজন্য দরকার ওয়াইফাই এর।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা কিভাবে এই ফিচারটি ব্যবহার করবেন?

  • প্রথমে আপনাকে দেখে নিতে হবে যে, আপনার টেলিকম কেরিয়ার ওয়াইফাই কলিং ফিচার অফার করে কিনা। আর এর জন্য আপনি সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট ভিজিট করে বা কাস্টমার কেয়ারে কল করে এটি জেনে নিতে পারেন।
  • আর তার পর আপনি নিজের ফোনের সেটিংসে যান এবং সেখানে কলিং বা ওয়াইফাই কলিং অপশনটি খুঁজুন।
  • এবার কানেকশন বা নেটওয়ার্ক সেটিংস অপশনে যান।
  • আর যদি আপনি ফোনের সেটিংসে এই অপশনটি খুঁজে না পান, তাহলে চিন্তা না করে ফোনের অ্যাপ সেটিংসে দেখুন। কারণ, বেশ কিছু ব্র্যান্ডের স্মার্টফোনে এই ফিচারটি ফোন অ্যাপ সেটিংসে পাওয়া যায়।
  • এবার ওয়াইফাই কলিং অপশনে দৃশ্যমান টগলটি অন করুন।

আইফোন ব্যবহারকারীরা কিভাবে ওয়াইফাই কল করবেন?

  • যদি আপনি আইফোন ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে প্রথমে সেটিংস অ্যাপটি খুলুন এবং তারপর সেলুলার সেটিংসে যান।
  • এবার আপনি যদি দুটি সিম ব্যবহার করেন, তাহলে সেলুলার সেটিংসে গিয়ে যে সিম থেকে ওয়াইফাই কলিং করতে চান সেটি সিলেক্ট করুন।
  • এবার এখানে ওয়াইফাই কলিং-এ ট্যাপ করুন এবং ওয়াইফাই কলিং-এর সামনে দৃশ্যমান টগলটি অন করুন।

আর এই পন্থাগুলি অনুসরণ করে আপনি কল করার সময় স্বয়ংক্রিয়ভাবে ওয়াইফাই কানেকশন ব্যবহার করতে পারবেন।

Show Full Article
Next Story