ATM কার্ড নিয়ে যেতে ভুলে গেছেন? ফোনের মাধ্যমে এভাবে টাকা তুলুন

সমস্যা কোনো বলে আসেনা – বিশেষ করে আমাদের এই ব্যস্ত জীবনে আমরা ভুলবশত এমন কিছু করে ফেলি যার কারণে আমাদের ছোটোখাটো...
Anwesha Nandi 23 Feb 2023 1:14 PM IST

সমস্যা কোনো বলে আসেনা – বিশেষ করে আমাদের এই ব্যস্ত জীবনে আমরা ভুলবশত এমন কিছু করে ফেলি যার কারণে আমাদের ছোটোখাটো অস্বস্তির মুখে পড়তেই হয়। যেমন অনেক সময় এমন হয় যে বাইরে বেরিয়েছি অথচ আমাদের কাছে পর্যাপ্ত নগদ টাকা নেই; এদিকে সাথে নেই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডও। এই সময় স্বাভাবিকভাবেই কিংকর্তব্যবিমূঢ় হয়ে চিন্তায় পড়তে হয়। এবার আপনি বলবেন, এখন তো UPI বা অনলাইন পেমেন্টের যুগ, দোকানে-বাজার থেকে শুরু করে অটো রিক্সাতেও স্মার্টফোন এবং ইন্টারনেটের মাধ্যমে পেমেন্ট করা যায়, তাহলে চিন্তার কী? সেক্ষেত্রে বলি, ধরুন কোনো জায়গাতে UPI পেমেন্টের সুবিধাও উপলব্ধ নেই, কারবার শুধু নগদ টাকা বা ক্যাশের। তাহলে কী করবেন? আসুন সেই মুশকিল আসানের উপায়ই এখন জেনে নিই।

UPI দিয়েই টাকা তোলা যাবে ATM থেকে

সব জায়গায় ইউপিআই পেমেন্ট গ্রহণযোগ্য না হলেও, আপনি প্রয়োজনে ইউপিআইয়ের মাধ্যমেই এটিএম থেকে টাকা তুলতে পারবেন। আসলে বর্তমানে ইন্টারঅপারেবল কার্ডলেস ক্যাশ উইথড্রয়াল বা আইসিসিডব্লিউ (ICCW) নামে একটি সুবিধা বিদ্যমান যা কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলতে দেয়। এই সুবিধা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), এইচডিএফসি (HDFC) ব্যাঙ্ক এবং অন্যান্য কিছু ব্যাঙ্কের এটিএম পরিষেবার ক্ষেত্রে উপলব্ধ। আর আগ্রহীরা এভাবে টাকা তোলার জন্য গুগল পে (Google Pay), ফোনপে (PhonePe), পেটিএম (Paytm)-এর মত অন্যান্য অ্যাপ ব্যবহার করতে পারবেন তাও কয়েকটি সহজ ধাপেই।

কীভাবে UPI ব্যবহার করে ATM থেকে নগদ টাকা তুলবেন?

১. ইউপিআই দিয়ে এটিএমে ক্যাশ তুলতে প্রথমে কোনো এটিএম মেশিনের কাছে যান এবং স্ক্রিনে প্রদর্শিত 'ক্যাশ উইথড্রয়াল' (Cash Withdrawal) অপশনে ট্যাপ করুন।

২. তারপর ইউপিআই অপশনটি নির্বাচন করুন।

৩. এক্ষেত্রে এটিএম স্ক্রিনে একটি কিউআর (QR) কোড প্রদর্শিত হবে। ফোনে যেকোনো ইউপিআই অ্যাপ খুলে এবং এটিএম মেশিনের ওই কোড স্ক্যান করুন।

৪. পরবর্তী ধাপে আপনি যে পরিমাণ টাকা তুলতে চান তা লিখুন। মনে রাখবেন এই পদ্ধতিতে আপনি ৫ হাজার পর্যন্ত নগদ তুলতে পারবেন।

৫. টাকার অ্যামাউন্ট লিখে তারপরে নিজের ইউপিআই পিন লিখুন এবং 'প্রোসিড' (Proceed) অপশনে ক্লিক করুন। এতে আপনি এটিএম মেশিন থেকে নগদ টাকা সংগ্রহ করতে পারবেন।

Show Full Article
Next Story