- Home
- »
- টেক গাইড »
- PF Withdraw: অনলাইনে প্রভিডেন্ট ফান্ড...
PF Withdraw: অনলাইনে প্রভিডেন্ট ফান্ড কীভাবে তুলবেন, কি কি ডকুমেন্ট লাগবে?
একাধিক কারণে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা EPF ম্যাচিউরিটি হওয়ার আগেই তোলা যায়। প্রয়োজনীয় ফর্মগুলি ব্যবহার করে অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারেন। অনলাইন আবেদনের জন্য KYC সম্মতি এবং UAN সক্রিয়করণ বাধ্যতামূলক।
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF), যা সহজ ভাষায় অনেকেই প্রভিডেন্ট ফান্ড বা PF বলে থাকেন। এটি একটি বাধ্যতামূলক সঞ্চয় এবং অবসর পরিকল্পনা। যোগ্য প্রতিষ্ঠানগুলিতে কর্মরত কর্মীদের জন্য প্রযোজ্য। একাধিক কারণে এই PF ম্যাচিউরিটি হওয়ার আগে তোলা যায়। অনলাইনে এবং অফলাইনে দু’ভাবেই আবেদন করতে পারেন।
এই প্রকল্প কর্মীদের আর্থিক নিরাপত্তা প্রদান করে। অবসর গ্রহণের পরে একসঙ্গে অনেকগুলো টাকা পাওয়া যায়। প্রতি মাসে কর্মচারীরা তাদের মূল বেতনের ১২% এবং নিয়োগকর্তার তরফে সমান ১২% PF তাহবিলে জমা হয়।
যদিও EPF-এর প্রাথমিক উদ্দেশ্য হল অবসরকালীন সঞ্চয়, তবে কিছু শর্তে প্রি-ম্যাচিউরের নিয়ম রয়েছে। এমন একটি কারণ হল নতুন বাড়ি কেনা।
অনলাইন পদ্ধতিতে PF বা প্রভিডেন্ট ফান্ড তোলা
অনলাইন : প্রথমে UAN পোর্টাল লগইন করুন।
তারপর 'ম্যানেজ' ট্যাবে যান এবং আপনার KYC বিবরণ নিশ্চিত করুন।
এখানে 'অনলাইন পরিষেবা'-এর অধীনে, 'দাবি (ফর্ম-31,19,10C&10D)' বেছে নিন।
তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ যাচাই করুন।
পছন্দসই দাবির ধরন নির্বাচন করুন (যেমন, সম্পূর্ণ প্রত্যাহার, আংশিক প্রত্যাহার)।
এবার PF অ্যাডভান্স (ফর্ম 31) বেছে নিন।
উইথড্রলেরউদ্দেশ্য, পরিমাণ এবং ঠিকানা উল্লেখ করুন।
তারপর আবেদন জমা দিন এবং প্রয়োজনীয় স্ক্যান করা ডকুমেন্ট আপলোড করুন।
PF বা প্রভিডেন্ট ফান্ড তুলতে যে সমস্ত ডকুমেন্ট লাগবে
ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN)
EPF গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ
পরিচয় ও ঠিকানার প্রমাণ
IFSC কোড এবং অ্যাকাউন্ট নম্বর রয়েছে এমন বাতিল চেক
PF কাস্টমার কেয়ার বিবরণ
টোল-ফ্রি নম্বর: 14470
EPF বিবরণের জন্য মিসড কল নম্বর: 9966044425
এসএমএসের মাধ্যমে ব্যালেন্স অনুসন্ধান: 7738299899 নম্বরে ‘EPFOHO UAN’ পাঠাতে হবে
ইমেল অ্যাড্রেস : employeefeedback@epfindia.gov.in
একাধিক কারণে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা EPF ম্যাচিউরিটি হওয়ার আগেই তোলা যায়। প্রয়োজনীয় ফর্মগুলি ব্যবহার করে অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারেন। অনলাইন আবেদনের জন্য KYC সম্মতি এবং UAN সক্রিয়করণ বাধ্যতামূলক।