- Home
- »
- টেক গাইড »
- PAN-Aadhaar Link: প্যান-আধার লিঙ্ক না...
PAN-Aadhaar Link: প্যান-আধার লিঙ্ক না করলে বিপদে পড়বেন বিনিয়োগকারীরা, জানাল সেবি
সাম্প্রতিক দিনগুলিতে আধার আপডেট বা প্যান-আধার লিঙ্ক (PAN-Aadhaar Link) প্রসঙ্গ যেন বারবার ঘুরেফিরে সামনে আসছে। এর আগে...সাম্প্রতিক দিনগুলিতে আধার আপডেট বা প্যান-আধার লিঙ্ক (PAN-Aadhaar Link) প্রসঙ্গ যেন বারবার ঘুরেফিরে সামনে আসছে। এর আগে ভারতের সমস্ত নাগরিকদের আগামী ৩১শে মার্চের মধ্যে আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করার নির্দেশ দিয়েছিল সরকার। তবে ক্যালেন্ডারের পাতায় মার্চ পা রাখতে, এবার এই একই নিয়ম শেয়ার বা ক্যাপিটাল মার্কেটের ইনভেস্টরদের জন্যেও লাগু হতে চলেছে।
সম্প্রতি, SEBI বা সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ঘোষণা করেছে যে, এই মাসের শেষদিন অর্থাৎ ৩১ তারিখের মধ্যে ইনভেস্টরদের নিরবিচ্ছিন্ন এবং অবাধে বিনিয়োগ চালিয়ে যেতে নিজেদের পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর আধারের সাথে লিঙ্ক (Aadhaar-PAN Link) করতে হবে। এক্ষেত্রে, প্যান কার্ড ডিটেইলসকে স্টক মার্কেটের KYC ভেরিফিকেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মান্যতা দিয়েছে ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক।
সেবি (SEBI)-র মতে, এই পদক্ষেপ আয়কর আইনের ধারার সাথে সামঞ্জস্যপূর্ণ। ইনকাম ট্যাক্স অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী, দেশের প্রত্যেক নাগরিকের জন্য একটি পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা প্যান বরাদ্দ করা হয়েছে, যাতে তারা আধার নম্বর প্রদানকারী কর্তৃপক্ষকে অবহিত করে দুটি ভিন্ন নথি (মানে আধার এবং প্যান) লিঙ্ক করতে পারেন৷
নিয়ন্ত্রক আরও বলেছে যে, সিকিউরিটিজ মার্কেটের সমস্ত লেনদেনের জন্য প্রয়োজনীয় কেওয়াইসি ভেরিফিকেশনের অংশ হিসেবে, মার্কেটে বিনিয়োগে অংশগ্রহণকারীদের বাধ্যতামূলকভাবে এই আধার-প্যান লিঙ্কের কাজ সারতে হবে।
এক্ষেত্রে নির্দিষ্ট তারিখের মধ্যে বা তার আগে এই লিঙ্কের কাজ না করা হলে, প্যান নম্বর নিষ্ক্রিয় হয়ে যাবে। আর এমনটা হলে সিকিউরিটিজ মার্কেটে এই ধরনের অ্যাকাউন্টগুলি নন-কেওয়াইসি কমপ্লায়েন্ট বলে বিবেচিত হবে এবং প্যান-আধার লিঙ্ক (PAN-Aadhaar Link) না হওয়া পর্যন্ত এদের সিকিউরিটিজ বা অন্যান্য লেনদেনের উপর সীমাবদ্ধতা জারি করা হতে পারে।