PAN-Aadhaar Link: আপনার বাবা-মার প্যান আধার লিঙ্ক করা জরুরি? এক ক্লিকে জেনে নিন

ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ড (Aadhaar Card) যেমন গুরুত্বপূর্ণ নথি, বলতে গেলে ঠিক তেমনভাবেই জরুরি প্যান কার্ড (PAN...
Anwesha Nandi 11 March 2023 4:18 PM IST

ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ড (Aadhaar Card) যেমন গুরুত্বপূর্ণ নথি, বলতে গেলে ঠিক তেমনভাবেই জরুরি প্যান কার্ড (PAN Card)-ও। সেক্ষেত্রে কেন্দ্র সরকার এখন সমস্ত নাগরিক, এমনকি স্টক মার্কেটের ইনভেস্টরদেরও প্যান-আধার লিঙ্ক (PAN-Aadhaar Link) করার নির্দেশ দিয়েছে। চলতি মাসের শেষদিন অর্থাৎ ৩১শে মার্চ পর্যন্ত এই কাজের সময়সীমা, তার মধ্যে যদি প্যান-আধার লিঙ্ক করা না হয় তাহলে আগামী ১লা এপ্রিল থেকে প্যান কার্ডগুলি নিষ্ক্রিয় হয়ে যাবে; এছাড়াও দিতে হতে পারে জরিমানা। তবে কিছু মানুষ এই লিঙ্কিং প্রক্রিয়ার বাইরেই থাকবেন, মানে তাদের এই ঝঞ্ঝাট পোহাতে হবেনা। কারণ সরকার, বয়স্ক মানুষ (senior citizen) জনের পাশাপাশি কিছু নির্দিষ্ট ক্যাটেগরিকে এই বাধ্যতামূলক কাজ থেকে অব্যাহতি দিয়েছে। তাহলে কাদের প্যান-আধার লিঙ্ক করার প্রয়োজন নেই? আসুন জেনে নিই।

এই সমস্ত মানুষদের PAN-Aadhaar লিঙ্ক করতে হবেনা

১. যাদের বয়েস ৮০ বছরের বেশি,

২. যারা জম্মু ও কাশ্মীর, আসাম এবং মেঘালয় রাজ্যে বসবাস করেন,

৩. আয়কর আইন, ১৯৬১ অনুযায়ী যিনি নন-রেসিডেন্ট ট্যাক্সেবল বা অনাবাসী করযোগ্য ব্যক্তি।

৪. যিনি বা যাঁরা ভারতের নাগরিক নন।

কীভাবে Aadhaar Card-এর সাথে PAN লিঙ্ক করবেন?

এত গেল প্যান-আধার লিঙ্ক করার প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য, যে কাদের এই কাজ না করলে মুশকিলে পড়তে হবেনা। কিন্তু যাদের লিঙ্কের ব্যাপার আছে তারা কী করবেন? সেক্ষেত্রে বলি, প্যান-আধার লিঙ্ক করা অত্যন্ত সহজ, আপনি বাড়ি বসে নিজে অনলাইনেই এই কাজ সেরে নিতে পারবেন। এর জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে –

১. ইনকাম ট্যাক্স ই-ফাইলিং পোর্টালে যান।

২. হোমপেজের বাম দিকে 'কুইক লিঙ্কস' (Quick Links)-এর অধীনে 'লিঙ্ক আধার' (Link Aadhaar) অপশন বেছে নিন।

৩. এরপর প্যান ও আধার নম্বর লিখে 'ভ্যালিড' (Valid) বাটনে ক্লিক করুন।

৪. পপ-আপ নোটিফিকেশন মারফত পেমেন্টের বিবরণ যাচাই হলে ক্লিক করুন 'কন্টিনিউ' (Continue) বাটনে।

৫. পরবর্তী ধাপে প্রয়োজনীয় বিবরণ লিখুন এবং 'লিঙ্ক আধার' (Link Aadhaar) অপশনে ক্লিক করুন।

৬. এবার মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি (OTP) লিখলেই আপনার কাজ হয়ে যাবে।

Show Full Article
Next Story