Last Supermoon of 2024: কীভাবে ফোন থেকে সুপারমুনের ছবি তুলে ভাইরাল হবেন সোশ্যাল মিডিয়ায়

Last Supermoon of 2024 - ভারত থেকে ২০২৪ সালের শেষ সুপারমুন দেখা যাবে ১৬ নভেম্বর, সহজ কয়েকটি কৌশল অবলম্বন করে এই বিরল ঘটনার অভিনব ছবি তুলতে পারবেন আপনিও।

Puja Mondal 15 Nov 2024 10:52 AM IST

২০২৪ সালে শেষবারের মতো আকাশে দেখা যাবে সুপারমুন (Supermoon), যেটি বিভার মুন নামেও পরিচিত। এটি একটি অত্যন্ত অদ্ভুত এবং বিরল ঘটনা। আর এই অদ্ভুত ঘটনাটি তখনই ঘটে যখন পূর্ণিমায় চাঁদ পৃথিবীর নিকটতম বিন্দুতে পৌঁছায় এবং চাঁদকে স্বাভাবিকের চেয়ে অনেক বড় ও উজ্জ্বল দেখায়।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, নেটিভ আমেরিকান উপজাতিদের দ্বারা সুপারমুনের নামকরণ করা হয়েছে বিভার মুন। কারণ, এই সময় বিভাররা শীতের প্রস্তুতি শুরু করে। এছাড়াও, এই সুপারমুনকে ফ্রস্ট মুন অথবা স্নো মুন নামেও অভিহিত করা হয়, যা শীত শুরু হওয়ার সময়কাল চিহ্নিত করে।

এই বছর কখন দেখা যাবে শেষ সুপারমুন বা বিভার মুন -

আগামী ১৬ ই নভেম্বর রাত ২ টো ৫৮ মিনিটে আকাশে দেখা যাবে শেষ সুপারমুন। সেই দিন ভারত থেকে সূর্যাস্তের ঠিক পরেই পূর্ব দিগন্তের দিকে তাকালে এই চাঁদ দেখা যাবে। এমনকি সেভেন সিস্টার থেকেও এই চাঁদ দৃশ্যমান হবে।

বর্তমানে স্মার্টফোনের যুগে এই ধরনের বিরল ঘটনার ছবি তোলার প্রতি মানুষের আলাদাই আকর্ষণ থেকে থাকে। তাই, আপনি যদি এই স্বর্গীয় দৃশ্য আপনার স্মার্টফোনের মাধ্যমে ক্যাপচার করতে আগ্রহী হন, তাহলে আপনাকে এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশল সম্পর্কে অবগত করানো হবে। যার মাধ্যমে আপনি সহজেই এই বিরলতম দৃশ্যের ছবি ক্যাপচার করতে পারবেন।

চাঁদের নিখুঁত ছবি ক্যাপচার করার কয়েকটি কৌশল -

* নির্বিঘ্নে চাঁদের ছবি তোলার জন্য যেকোনো উন্মুক্ত জায়গা নির্বাচন করুন।

* উজ্জ্বল আলো অথবা বড় বড় বিল্ডিং যুক্ত এলাকা এড়িয়ে চলুন।

* স্থিতিশীলতা বজায় রাখার জন্য ট্রাইপড ব্যবহার করুন।

* পরিষ্কার ছবি ক্যাপচারের জন্য ট্রাইপড ব্যবহার করার পাশাপাশি ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনে টাইমার ফাংশন অথবা রিমোট শাটার অপশন ব্যবহার করতে পারেন। যাতে তারা দূর থেকেও শাটার বোতাম টিপে সুন্দর ছবি ক্যাপচার করতে পারেন।

* যেহেতু চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে তাই ফ্ল্যাশ ব্যবহার করা এড়িয়ে চলুন। তাছাড়া, চাঁদের ছবি তোলার সময় ফ্ল্যাশ ব্যবহার করলে এটি কাছের বস্তুগুলিকে আলোকিত করবে, যার ফলে চাঁদের পরিষ্কার ছবি তোলা সম্ভব হবে না।

* নিখুঁত চাঁদের ছবি তোলার জন্য সঠিক ফোকাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কম আলোতে স্মার্টফোনের ক্যামেরার সাহায্যে চাঁদে ফোকাস করা একটু মুশকিল হতে পারে। তাই ব্যবহারকারীরা ম্যানুয়ালি ক্যামেরা অ্যাপের ভিউ ফাইন্ডারে গিয়ে চাঁদে ট্যাপ করে ছবি তুলতে পারেন, যাতে ছবি ক্যাপচারের সময় আপনার ফোকাস সঠিক থাকে।

* হাই কোয়ালিটি ফটো তোলার ক্ষেত্রে সম্ভব হলে স্মার্টফোনের ক্যামেরার এইচডিআর মোড এনাবেল করুন।

* যদিও ডিজিটাল জুমের সাহায্যে আপনি অনেকটাই নিকট থেকে চাঁদের ছবি তুলতে পারেন, তবে এক্ষেত্রে ছবির গুণমান কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে আপনার ফোনে যদি অপটিক্যাল জুম অপশনটি থাকে, তাহলে ছবির কোয়ালিটি বজায় রাখতে এটি ব্যবহার করতে পারেন।

Show Full Article
Next Story