বকেয়া বিদ্যুৎ বিলের নামে এই SMS কি আপনিও পেয়েছেন? সাবধান না থাকলে হবে বড় আর্থিক ক্ষতি

Electricity Bill Scam: ভুয়ো মেসেজের মাধ্যমে জালিয়াতি আজকালকার সময়ে কোনো নতুন বিষয় নয়। কিন্তু তা বলে এর থেকে যদি...
Anwesha Nandi 17 Aug 2023 3:32 PM IST

Electricity Bill Scam: ভুয়ো মেসেজের মাধ্যমে জালিয়াতি আজকালকার সময়ে কোনো নতুন বিষয় নয়। কিন্তু তা বলে এর থেকে যদি সাবধান না থাকেন কিংবা বেখেয়ালে কোনো মেসেজে বিশ্বাস করে ফেলেন, তাহলে কিন্তু সমূহ বিপদের সম্ভাবনা আছে। যেমন আপনি যদি সঠিক সময়ে ইলেকট্রিক বিল পরিশোধ করে থাকেন, তবে বকেয়া বিদ্যুৎ বিলের কারণে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যাবে, এমন কোনো মেসেজের দাবিতে পাত্তা দেওয়া একেবারেই উচিত নয়। আসলে বিদ্যুৎ বিল সংক্রান্ত কেলেঙ্কারি (Electricity Bill Scam) আবার মাথাচাড়া দিয়ে উঠেছে – বিজয়ওয়াড়াসহ দক্ষিণ ভারতের রাজ্যগুলির বিভিন্ন জায়গায় সমস্যা সৃষ্টি করেছে এই স্ক্যাম। সাধারণত এই ধরণের মেসেজ কেলেঙ্কারিতে বিল না দিলে বিদ্যুৎ কেটে দেওয়ার হুমকি দেওয়া হয়, তবে দুঃখের বিষয় এটাই যে এখন এই মেসেজের ফাঁদে পড়ে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে গেছে।

ইলেকট্রিক বিল স্ক্যামের ফাঁদে পড়ে ১.৮৫ লক্ষ টাকা হারালেন ব্যক্তি

সাম্প্রতিক একটি জালিয়াতির ঘটনায়, পশ্চিম গোদাবরী জেলার বাসিন্দা কে পেদ্দা রামকৃষ্ণম রাজু বিদ্যুৎ বিল পরিশোধের নামে ১.৮৫ লক্ষ টাকার খুইয়েছেন। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ ভারতের পেদপুল্লেরু গ্রামের বাসিন্দা রামকৃষ্ণম রাজু একটি অজানা নম্বর থেকে টেক্সট মেসেজ পান, যাতে বলা হয় যে তাঁকে একটি মাসের বাকি থাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। এক্ষেত্রে মেসেজের সাথে একটি লিঙ্কও অ্যাটাচ থাকে, যেটিকে ওই ব্যক্তি ইলেকট্রিক ডিপার্টমেন্টের বৈধ মেসেজ ভেবে ক্লিক করেছিলেন।

এই ঘটনায় একবার লিঙ্কে ক্লিক করার পর সেটি রামকৃষ্ণমকে একটি ওয়েবসাইটে রিডাইরেক্ট করে যেখানে তিনি পেমেন্ট করেন। এরপরেই আসল গন্ডগোল বাঁধে। ট্রানজাকশন সম্পন্ন হলেও তিনি কোনো রিসিপ্ট বা রসিদ পাননি। রিসিপ্ট না পেয়ে উদ্বিগ্ন হয়ে ওই ব্যক্তি মেসেজে থাকা নম্বরে ফোন করেন। আর স্ক্যামাররা বিদ্যুৎ বিভাগের নামে তাঁকে বিলের রসিদ পেতে একটি অ্যাপ ডাউনলোড করার নির্দেশ দেয়। পরামর্শে বিশ্বাস করে তিনি সেই কাজও করেন, কিন্তু দেখা যায় অ্যাপ থেকে রসিদ মেলার পরিবর্তে তাঁর ব্যাঙ্কের বিবরণ চুরি হয়েছে এবং অ্যাকাউন্ট থেকে ১.৮৫ লাখ টাকা ডেবিট হয়েছে। এরপরই তিনি কেলেঙ্কারির কথা বুঝতে পারেন। প্রসঙ্গত উল্লেখ্য, রামকৃষ্ণম যে একা জালিয়াতের শিকার হয়েছেন এমন না, পুলিশ গত ছয় মাসে রাজ্য জুড়ে এমন ৫০টিরও বেশি মামলা নথিভুক্ত করেছে।

স্ক্যাম থেকে বাঁচতে এই জিনিসগুলি মাথায় রাখুন

১. ফোনে আসার সমস্ত মেসেজ (বিশেষ করে অজানা সোর্স থেকে আগত) সম্পর্কে সতর্ক থাকুন।

২. মেসেজে থাকা ক্ষতিকারক অ্যাপের লিঙ্কে হুটহাট ক্লিক করবেননা।

৩. যেকোনো লিঙ্কে ক্লিক করার আগে বা ব্যাঙ্কের বিশদ প্রদান করার আগে চেক করে নিন।

৪. মেসেজের বানান, ভাষা, ব্যাকরণের দিকে নজর রাখুন।

Show Full Article
Next Story