Pan Card 2.0: প্যান কার্ড ২.০ কীভাবে আবেদন করবেন? কত খরচ, কীভাবে ডাউনলোড করতে হবে

কেন্দ্রের পক্ষ থেকে চালু করা হয়েছে প্যান ২.০ প্রকল্প। এই প্যান কার্ডে থাকবে QR কোড। NSDL বা UTIITSL-এর মাধ্যমে অফলাইন ও অনলাইন দু’ভাবেই আবেদন করা যাবে।

Suvrodeep Chakraborty 16 Dec 2024 8:10 AM IST

প্যান ২.০ প্রকল্পের বিশেষত্ব হল এই প্যান কার্ডে পাবেন বিশেষ QR কোড। করদাতারা নতুন করে প্যান কার্ড আপডেট বা রিপ্রিন্টের জন্য আবেদন করতে পারেন। এর জন্য নির্দিষ্ট একটি টাকা খরচ করতে হবে। NSDL বা UTIITSL-এর মাধ্যমে অফলাইন ও অনলাইন দু’ভাবেই আবেদন করা যাবে। এই কার্ড আপডেট বা রিপ্রিন্ট করার জন্য লাগবে ৫০ টাকা।

NSDL - এর মাধ্যমে কীভাবে প্যান ২.০ রিপ্রিন্ট করবেন?

  1. এর জন্য প্রথমে Protean এর PAN রিপ্রিন্ট পেজে যেতে হবে।
  2. তারপর এই ডকুমেন্টগুলি আপলোড করতে হবে : প্যান, আধার নম্বর (ব্যক্তিদের জন্য), জন্ম তারিখ।
  3. এবার টিক বক্সে ক্লিক করুন এবং "জমা দিন" অপশনে ট্যাপ করুন।
  4. আয়কর বিভাগের ডেটাবেসে যে রেকর্ড রয়েছে তার বিবরণ যাচাই করুন।
  5. তারপর মোবাইল নম্বর না ইমেল আইডি, নাকি উভয়ের মাধ্যমে ওটিপি নিতে চান, অপশনটি সিলেক্ট করুন।
  6. ওটিপি দেওয়ার পর ভ্যালিডেট অপশনে ক্লিক করুন।
  7. পরবর্তী পেজে ৫০ টাকা পেমেন্ট করতে হবে। যা অনলাইনে করা যাবে।

২৪ ঘণ্টা পর এই রিপ্রিন্ট প্যান কার্ড NSDL এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। আর ১৫-২০ দিনের মধ্যে এটির হার্ড কপি আপনার ঠিকানায় চলে আসবে।

UTIITSL এর মাধ্যমে কীভাবে প্যান ২.০ রিপ্রিন্ট করবেন?

  • UTIITSL এর প্যান রিপ্রিন্ট পেজে ভিজিট করুন।
  • এবার "প্যান কার্ড রিপ্রিন্ট" অপশনটি সিলেক্ট করুন।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে : প্যান, জন্ম তারিখ এবং ক্যাপচা কোড।
  • তারপর সাবমিট অপশনে ক্লিক করুন।
  • এবার OTP দিয়ে NSDL এর মতো একই পদ্ধতিতে আবেদন করতে হবে।
  • পেমেন্ট করার পর এটির ডিজিটাল কপি আপনার ইমেল আইডিতে চলে আসবে।
  • আর হার্ড কপি পাবেন নির্দিষ্ট সময়ের পর।
Show Full Article
Next Story