Ration Card e-KYC: ঘরে বসে অনলাইনে রেশন কার্ডের ই-কেওয়াইসি কীভাবে করবেন দেখে নিন

রেশন কার্ডের ই-কেওয়াইসি (e-KYC) করিয়েছেন? না করলে আপনার বিনামূল্যে রেশন বন্ধ করতে পারে সরকার। আর ই-কেওয়াইসির জন্য আপনাকে বাইরে কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে…

Ration Card Ekyc Done Online From Home Required Documents List Check Step-By-Step Guide

রেশন কার্ডের ই-কেওয়াইসি (e-KYC) করিয়েছেন? না করলে আপনার বিনামূল্যে রেশন বন্ধ করতে পারে সরকার। আর ই-কেওয়াইসির জন্য আপনাকে বাইরে কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে বসেই রেশন কার্ডের ই-কেওয়াইসি করতে পারেন। এরজন্য আপনার কাছে মোবাইল ও কিছু ডকুমেন্ট থাকার প্রয়োজন। আসুন অনলাইনে কীভাবে Ration Card এর e-KYC করতে হবে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন : যে খবরের অপেক্ষায় ছিল সবাই, Activa Electric কখন লঞ্চ হবে জানালো Honda

মোবাইল থেকে Ration Card এর e-KYC কীভাবে করবেন

  • প্রথমে আপনাকে ফুড অ্যান্ড লজিস্টিকস ডিপার্টমেন্টের অফিসিয়াল সাইটে যেতে হবে।
  • সাইট খোলার পরে, আপনাকে Ration Card KYC Online অপশনটি সার্চ করতে হবে।
  • এর পর আপনার সামনে সম্পূর্ণ ফর্মটি ওপেন হবে। এতে পরিবারের সকল সদস্যের নাম লিখতে হবে।
  • এখানেই আপনাকে রেশন কার্ডের নম্বরও দিতে হবে। এরপরে, আপনি ক্যাপচার কোড লিখে সাবমিট করতে হবেন।
  • এবার আধার কার্ডে দেওয়া মোবাইল নম্বরে ওটিপি আসবে। • এরপর পরিবারের সব সদস্যের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে।
  • নির্দেশ মতো সব কাজ শেষ করার পর পরিবারের সব সদস্যের ই-কেওয়াইসি শেষ হবে।

e-KYC করার জন্য এই ডকুমেন্টগুলি অবশ্যই প্রয়োজন

ই-কেওয়াইসি করার জন্য সর্বপ্রথম আপনার রেশন কার্ড থাকতে হবে। আর রেশন কার্ডধারীদের অবশ্যই ভারতীয় বংশোদ্ভূত হতে হবে। আপনি আধার কার্ডকে মূল ডকুমেন্ট হিসাবে ব্যবহার করতে পারবেন। এর সাথে দরকার পাসপোর্ট সাইজের ফটো।

আরও পড়ুন : Huawei Mate XT: ইতিহাস লিখল হুয়াওয়ে, লঞ্চ হল বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোন!

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন