ঘরে বসে মাত্র 20 টাকায় পাবেন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের টিকিট, শুরু হয়েছে অনলাইন বুকিং

Republic Day 2024: ডিজিটালাইজেশন ভারতের ওপর এমন প্রভাব ফেলেছে যে, বর্তমানে আমাদের দেশের বেশিরভাগ কাজই অনলাইনে হচ্ছে। ফলত...
Anwesha Nandi 12 Jan 2024 7:22 PM IST

Republic Day 2024: ডিজিটালাইজেশন ভারতের ওপর এমন প্রভাব ফেলেছে যে, বর্তমানে আমাদের দেশের বেশিরভাগ কাজই অনলাইনে হচ্ছে। ফলত রিচার্জ, বিল পেমেন্ট থেকে কেনাকাটা, ভ্রমণের টিকিট বা অন্যান্য বুকিং – সব কিছুই এখন বাড়িতে বসে মিটে যাচ্ছে। কিন্তু এই বছরে বিশেষ ব্যাপার এটাই যে, এবারের প্রজাতন্ত্র দিবসের প্যারেডের টিকিটও অনলাইনেই মিলছে। আসলে প্রতি বছর ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দিল্লিতে আয়োজিত প্যারেড দেখতে সকল দেশবাসীই ভালবাসেন। এর মধ্যে আবেগ তাড়িত হয়ে কেউ কেউ সকাল সকাল কুচকাওয়াজ দেখতে টিভির পর্দায় চোখ রাখেন। আবার লাখ লাখ মানুষ সরাসরি প্যারেড দেখতে সোজা দিল্লি চলে যান, যার জন্য প্রতিরক্ষা মন্ত্রকের জারি করা টিকিট প্রয়োজন। সেক্ষেত্রে এই বছর মোদী সরকার, নাগরিকদের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেডের টিকিট বুক করার সুবিধা দিচ্ছে, ফলত এর জন্য আপনাকে কোনো পোস্ট অফিস বা সরকারি অফিসে যেতে হবেনা।

উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসের প্যারেড দেখার জন্য ভারতীয় নাগরিকরা ২০ টাকা দিয়ে অসংরক্ষিত আসনের টিকিট বা ৫০০ টাকা দিয়ে সংরক্ষিত আসন অর্জন করতে পারে। গত পরশু অর্থাৎ ১০ই জানুয়ারি থেকে অনলাইন টিকিট বুকিং শুরু হয়েছে, যা লাইভ থাকবে অনুষ্ঠানের আগের দিন মানে ২৫শে জানুয়ারি পর্যন্ত। কিন্তু কীভাবে টিকিট বুকিং করবেন? আসুন বিশদে জেনে নিই সেই প্রক্রিয়া।

কীভাবে প্রজাতন্ত্র দিবসের প্যারেডের অনলাইন টিকিট বুকিং করবেন?

১. প্রজাতন্ত্র দিবসের প্যারেডের টিকিট অনলাইনে বুক করতে প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট বা https://www.aaamantran.mod.gov.in-এ যেতে হবে।

২. লগ ইন বা সাইন ইনের জন্য আপনাকে প্রথমে নিজের নাম, ইমেইল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে।

৩. পরবর্তী ধাপে নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর ইত্যাদি ব্যক্তিগত তথ্য লিখে নিবন্ধিত মোবাইল নম্বরে ওটিপি (OTP) ভেরিফিকেশন করতে হবে।

৪. এক্ষেত্রে স্ক্রিনে প্রদত্ত বিকল্পগুলি থেকে পছন্দের ইভেন্টটি নির্বাচন করুন।

৫. বিশদ বিবরণ দিয়ে ফটো আইডি আপলোড করুন।

৬. টিকিট বুকিং সম্পন্ন করতে অনলাইন পেমেন্ট প্রক্রিয়া করুন।

এক নজরে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান

এই বছরের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান বা প্যারেড দিল্লির বিজয়চক থেকে সকাল ১০টায় শুরু হবে। আগ্রহীদের এর সাক্ষী থাকার জন্য সকাল ৯টার মধ্যে সংরক্ষিত আসনে হাজির হতে হবে। এক্ষেত্রে ভারতের তিন সেনাবাহিনী (আধাসামরিক বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী এবং বিভিন্ন রাজ্যের পুলিশ বাহিনী), দেশীয় স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিনিধিরা কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন। আর রাজপথের শোভাযাত্রা ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি, ইতিহাস ইত্যাদি তুলে ধরবে।

Show Full Article
Next Story