সুপ্রিম কোর্টের YouTube চ্যানেল হ্যাক, আপনার ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে কীভাবে বাঁচাবেন

ভারতীয় সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাকারদের কবলে। আজ দেশের কেন্দ্রীয় কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক করা হয়েছে।...
techgup 20 Sept 2024 7:06 PM IST

ভারতীয় সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাকারদের কবলে। আজ দেশের কেন্দ্রীয় কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক করা হয়েছে। সেখানে ক্রিপ্টোকারেন্সির ভিডিও আপলোড করা হচ্ছে। এছাড়া আরজি কর মামলার ভিডিও ডিলিট করা হয়েছে বলে জানা গেছে। গত বছরও সাইবার হামলায় একাধিক স্বনামধন্য ব্যক্তি ও সংস্থার ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার খবর সামনে এসেছিল। তাই আপনার যদি কোনো YouTube চ্যানেল থাকে এবং সেটিকে হ্যাকারদের থেকে দূরে রাখতে চান তাহলে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে।

YouTube চ্যানেল হ্যাক হয়েছে কিনা কীভাবে বুঝবেন

ইউটিউব চ্যানেল হ্যাক হলে অ্যাকাউন্টে সাইন ইন করা যায় না। আবার হ্যাকাররা অ্যাকাউন্টের সেটিংস বদলে দেয় এবং ইমেল অ্যাড্রেস পরিবর্তন করে দেয়। পাশাপাশি ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচার পরিবর্তন করে দেয় তারা। এছাড়া আপনি আপলোড করেননি এমন ভিডিও তারা আপলোড করে কার্যসিদ্ধি করার চেষ্টা করে।

ইউটিউব চ্যানেল হ্যাক হওয়া থেকে বাঁচার উপায় (How To Protect YouTube Channel from Hackers)

ইউটিউব চ্যানেল হ্যাক হওয়া থেকে বাঁচানোর জন্য ইউটিউব অ্যাকাউন্টের পাসওয়ার্ড জটিল রাখুন।

অন্যান্য ওয়েবসাইট এবং অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড ব্যবহার করা হচ্ছে, সেই পাসওয়ার্ড আপনার ইউটিউব অ্যাকাউন্টে রাখবেন না।

পাসওয়ার্ড সবসময় ৮ ভিজিটের চেয়ে বড় রাখুন।

পাসওয়ার্ডে সবসময় আপনার নাম, ইমেইল অ্যাড্রেস ইত্যাদি ব্যক্তিগত তথ্য ব্যবহার করবেন না।

শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে একটি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারেন।

আপনার পাসওয়ার্ড কখনই কারও সাথে শেয়ার করবেন না।

অজানা সোর্স থেকে আসা ইমেল ভালোভাবে পরীক্ষা করে তবে খুলবেন এবং কোনো ডুকমেন্ট ডাউনলোড করবেন।

ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক হওয়া ঠেকাতে কী করবেন (Tips To Prevent YouTube Account Hacks)

ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি কমাতে সময়ে সময়ে পাসওয়ার্ড পরিবর্তন করুন।

আপনি যদি আপনার ভিডিওর কমেন্ট সেকশনে সন্দেহজনক লিঙ্ক দেখতে পান তবে সাবধানতা অবলম্বন করুন।

সিকিউরিটি ব্রীচের বিষয়ে সতর্ক থাকুন এবং যথাযথ পদক্ষেপ নিন, যেমন অবিলম্বে পাসওয়ার্ড পরিবর্তন করুন, ম্যালওয়্যার এড়াতে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন প্রভৃতি।

Show Full Article
Next Story