IRCTC Tatkal Ticket Booking: বাড়িতে বসেই ঝটপট তৎকাল ট্রেনের টিকিট বুক করুন এই পদ্ধতিতে

ভারতবর্ষে প্রত্যেক দিন প্রায় 3 লক্ষ মানুষ তাদের গন্তব্যে যাওয়ার জন্য পরিবহন হিসেবে ট্রেনকে বেছে নেয়। আর উৎসব এবং...
techgup 28 Aug 2024 12:07 PM IST

ভারতবর্ষে প্রত্যেক দিন প্রায় 3 লক্ষ মানুষ তাদের গন্তব্যে যাওয়ার জন্য পরিবহন হিসেবে ট্রেনকে বেছে নেয়। আর উৎসব এবং ছুটির মরসুমে এই চাহিদা বেড়ে যায় আরো কয়েক গুণ। কারণ, সেই সময় মানুষ ভ্রমণের জন্য ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার জন্য ট্রেনকেই প্রধান মাধ্যম হিসেবে বেছে নেয়। কিন্তু, এই ব্যস্ততার যুগে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটার সময় অনেক মানুষের থাকে না। তাই, তাদের জন্য ভারতীয় রেল কর্তৃপক্ষ নিয়ে এসেছে IRCTC ওয়েবসাইট, যার মাধ্যমে সহজেই বাড়ি বসেই ভারতের যে কোনো জায়গায় যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটা সম্ভব। তবে, দেশে এখনো অনেক এমন মানুষও আছেন যারা কি ভাবে অনলাইনে টিকিট বুক করতে হয় সে সম্পর্কে বিশদে জানেন না। আর তাই এই প্রতিবেদনে আমরা জানাবো কীভাবে IRCTC ওয়েবসাইটের মাধ্যমে তৎকাল টিকিট কাটতে হয়?

তৎকাল টিকিট বুকিং কিভাবে করবেন?

  • প্রথমে আপনি ওয়েবসাইটে irctc.co.in স্বতন্ত্র ব্যবহারকারী হিসেবে নিজের রেজিস্ট্রেশন করুন।
  • এবার রেজিস্ট্রেশনের জন্য একটি কম্পালসারি মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিন।
  • তারপর irctc.co.in ওয়েবসাইটে দেওয়া হোম পেজে ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখে লগইন করুন।
  • লগইন করার পর "Plan My Journey" পেজে ক্লিক করুন।
  • এবার "From/To" স্টেশন নির্বাচন করুন এবং ভ্রমণের তারিখ উল্লেখ করুন।
  • তারপরে e-ticket অপশনটি বেছে নিয়ে সাবমিট Submit-এ ক্লিক করুন।
  • মনে রাখবেন, তৎকাল স্কিমে অগ্রিম রিজার্ভেশন পিরিয়ড-এর অধীনে যাত্রার তারিখের একদিন আগে টিকিট বুক করা যেতে পারে অর্থাৎ যদি আপনার ট্রেনটি মাসের 2 তারিখে আপনার কাছের স্টেশন থেকে ছাড়ে, তাহলে সেই ট্রেনের এসি ক্লাসের জন্য ১ তারিখ সকাল 10টায় তৎকাল টিকিট বুকিং করতে হবে। আর 11টা থেকে কাটা যাবে নন-এসি ক্লাসের টিকিট।
  • লগইন করার পরে প্রয়োজনীয় ডিটেইলসগুলি পূরণ করে ট্রেনের তালিকা পেজে যান।
  • তারপর Quota অপশনে গিয়ে "Tatkal"-এ ক্লিক করুন এবং আপনার প্রয়োজন অনুযায়ী ট্রেন সিলেক্ট করুন। এবার সেখানে আপনি সমস্ত ক্লাসের টিকিটের প্রাপ্যতা দেখতে পাবেন।
  • তারপর টিকিট বুক করতে "Availability" অপশনে দৃশ্যমান "Book Now"-এ ক্লিক করুন।
  • আপনি যদি অন্য ট্রেন নির্বাচন করতে চান, তাহলে অন্য ট্রেনের ক্লাসে ক্লিক করে সেখানকর সিটের উপলব্ধতা চেক করুন।
  • অনুগ্রহ করে মনে রাখবেন যে, Tatkal e-ticket-এ একটি PNR-এ সর্বাধিক 4জন যাত্রীর জন্য টিকিট বুক করা যেতে পারে।
  • এরপর টিকিট রিজার্ভেশন পেজ খুলবে, সেখান থেকে ট্রেনের নাম, স্টেশনের নাম, ভ্রমণের তারিখ, ক্লাস, কোটা এবং বোর্ডিং পয়েন্ট ইত্যাদি নির্বাচন করুন।
  • তারপর যাত্রীদের নাম, বয়স, লিঙ্গ এবং বার্থ প্রেফারেন্স লিখুন। দয়া করে মনে রাখবেন যে, নাম পূরণ করার জন্য সর্বোচ্চ 15 সংখ্যার সীমা দেওয়া থাকে। এছাড়াও, তৎকাল টিকিটে বয়স্ক নাগরিকরা কোনো ছাড় পান না।
  • এরপর ক্লাস আপডেট করার জন্য "Consider For Auto Upgradation" অপশনটি নির্বাচন করুন।
  • এরপর ভেরিফিকেশন কোড দিন।
  • তারপর যে মোবাইল নম্বরে আপনি বুকিং ডিটেলস পেতে চান সেটি লিখুন।
  • এবার "Next" বাটনে ক্লিক করুন।
  • এরপর এই কাজগুলি সম্পূর্ণ করার পর আপনার সামনে একটি "Payment" পেজ খুলবে। সেখানে গিয়ে আপনি পেমেন্ট মোড সিলেক্ট করে, "Payment" অপশনটি বেছে নিন এবং পেমেন্ট করুন।
  • সকল প্রকার অর্থ প্রদানের পর e-ticket টি আপনার ফোন, ইমেল এবং IRCTC-এর অ্যাকাউন্টে পাঠানো হবে।
  • আর এরপর ব্যবহারকারী একটি Print ERS বাটন দেখতে পাবেন। আর সেখানেই প্রিন্ট অপশন-এর পাশাপাশি টিকিট সেভ করার অপশনও দেওয়া হবে।

Show Full Article
Next Story