Paytm: কিভাবে পেটিএম থেকে লাইভ ট্রেন স্ট্যাটাস ও PNR স্ট্যাটাস চেক করবেন জেনে নিন

ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রদানকারী প্ল্যাটফর্মগুলি বর্তমান বেশিরভাগ মানুষের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে...
SUPARNA 5 Dec 2022 1:49 PM IST

ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রদানকারী প্ল্যাটফর্মগুলি বর্তমান বেশিরভাগ মানুষের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে পড়েছে। এর অন্যতম কারণ হল, বিভিন্ন জায়গায় ছোটাছুটি না করে ঘরে বসেই আমরা মোবাইল রিচার্জ থেকে শুরু করে খাবার অর্ডার, টিকিট বুকিং, ডিটিএইচ রিচার্জ, অনলাইন শপিং সহ আরো অনেক পরিষেবা পেয়ে যাই। সর্বোপরি ব্যাঙ্কে গিয়ে লাইন না দিয়েই দেশের বিভিন্ন প্রান্তে মানি ট্রান্সফারের মতো কাজও করতে পারি। এই ধরনের প্ল্যাটফর্মগুলির মধ্যে Paytm যথেষ্ট জনপ্রিয়। এখন এই অ্যাপে আরও একটি নতুন সুবিধা যুক্ত হল। এবার থেকে সরাসরি Paytm অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে 'লাইভ ট্রেন স্ট্যাটাস' এবং 'প্যাসেঞ্জার নেম রেকর্ড' (PNR) স্ট্যাটাস ট্র্যাক করা যাবে। আসুন Paytm ব্যবহার করে কিভাবে লাইভ ট্রেন স্ট্যাটাস এবং PNR স্ট্যাটাস চেক করা যাবে জেনে নেওয়া যাক।

Paytm ওয়েবসাইট থেকে লাইভ ট্রেন স্ট্যাটাস চেক করুন

১. প্রথমে পেটিএম -এর অফিসিয়াল ওয়েবসাইট খুলুন এবং 'Book and Buy on the platform' বিকল্পে ক্লিক করুন।

২. এরপর 'Train Ticket option' -এ ক্লিক করুন। এবার এখানে আপনার ট্রেন নম্বর ও ট্রেনের নাম লিখুন।

৩. এখন বোর্ডিং স্টেশন নির্বাচন করুন এবং এতে বোর্ডিং তারিখ এন্টার করুন।

৪. শেষে 'Check Live Status' অপশনে ক্লিক করুন এবং আপনার ট্রেনটিকে বেছে নিন।

Paytm অ্যাপ থেকে এইভাবে 'লাইভ ট্রেন স্ট্যাটাস' দেখুন:

১. প্রথমেই ডিভাইসে থাকা পেটিএম অ্যাপ খুলুন এবং 'Train Ticket section' নামক বিকল্পে ট্যাপ করুন।

২. এবার 'Train Station Option' বেছে নিন। এখানে আপনার ট্রেন নম্বর লিখুন এবং বোর্ডিং স্টেশন নির্বাচন করুন।

৩. পরবর্তীতে 'Check Live Status Option' নামক বিকল্পে ট্যাপ করার মাধ্যমে সমস্ত বিবরণ পেয়ে যাবেন।

Paytm ওয়েবসাইট থেকে PNR স্ট্যাটাস চেক কিভাবে করবেন

১. পেটিএম -এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করুন এবং সেখানে থাকা 'Book and Buy on the platform' বিকল্পে ক্লিক করুন।

২. এরপর 'Train Ticket option' -এ ক্লিক করুন এবং এখানে আপনার 'প্যাসেঞ্জার নেম রেকর্ড' বা PNR নম্বর লিখুন।

৩. এবার 'Check PNR Status Option' নামক একটি বিকল্প আসবে, এতে ক্লিক করার মাধ্যমে এই বিষয়ক সমস্ত বিবরণ পেয়ে যাবেন।

Paytm অ্যাপে এইভাবে আপনার PNR স্ট্যাটাস চেক করুন :

১. প্রথমেই পেটিএম অ্যাপ ডাউনলোড করুন বা ডিভাইসে প্রি-ইনস্টল থাকলে তা ওপেন করুন। এবার 'Train Ticket section' অপশনে চলে যান।

২. পরবর্তীতে 'Check PNR Tab' অপশনে ট্যাপ করুন এবং আপনার ১০ ডিজিট PNR নম্বরটি লিখুন।

৩. একদম শেষ ধাপে এসে 'Check Now' বাটনে ট্যাপ করুন। এবার স্ক্রিনে আপনার PNR স্ট্যাটাস প্রদর্শিত হবে।

Show Full Article
Next Story