Aadhaar Update: বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা আরও বাড়লো, কত তারিখ পর্যন্ত সুবিধা পাবেন

বিনামূল্যে আধার আপডেট করার সুবিধার সময়সীমা আরও বাড়ালো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। আগামী ১৪...
Puja Mondal 17 Oct 2024 7:59 PM IST

বিনামূল্যে আধার আপডেট করার সুবিধার সময়সীমা আরও বাড়ালো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। আগামী ১৪ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। ফলে আপনার আধার কার্ডে যদি কোনো তথ্য ভুল থেকে থাকে তাহলে অনলাইনে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে সেটি ঠিক করে নিন।

তবে জানিয়ে রাখি যে, বায়োমেট্রিক ডেটা বিনামূল্যে আপডেট করা যাবে। আধার কার্ডের বায়োমেট্রিক ডেটা আপডেট করার জন্য আধার কেন্দ্রে যেতে হবে এবং ৫০ টাকা চার্জ দিতে হবে। অনলাইনে আপনি ডেমোগ্রাফিক ডেটা যেমন নাম, ঠিকানা ইত্যাদি তথ্য ঠিক করতে পারবেন।

আধার কার্ড আপডেট করা কেন গুরুত্বপূর্ণ?

ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। নতুন সিম কার্ড নেওয়ার জন্য, ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য, সরকারি ভর্তুকি বা পাসপোর্টের জন্য আবেদন করার জন্য আধার প্রয়োজন হয়। তাই এমন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপডেট রাখা খুব জরুরি।

কীভাবে বিনামূল্যে আধার আপডেট করবেন

১. বিনামূল্যে আধার আপডেট করতে, প্রথমে ইউআইডিএআই এর ওয়েবসাইট https://uidai.gov.in/ -এ যান।

২. এবার এখানে মাই আধার অপশনে গিয়ে আধার নম্বর দিয়ে এবং মোবাইল নম্বরে আসা ওটিপি এন্টার করে লগইন করুন।

৩. এবার আপনার আধার কার্ডের ডেটা চেক করুন এবং যদি সমস্ত তথ্য সঠিক থাকলে বক্সে টিক দিন।

৪. যদি আপনার ডেমোগ্রাফিক ডেটা ভুল থাকে, তাহলে ড্রপ-ডাউন মেনুতে যান এবং সঠিক তথ্যটি লিখুন।

৫. এর পর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।

৬. অবশেষে আপনি ১৪ সংখ্যার আপডেট রিকোয়েস্ট নম্বর (ইউআরএন) নম্বর পাবেন, যার মাধ্যমে আধার আপডেটের স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন।

Show Full Article
Next Story