- Home
- »
- টেক গাইড »
- UPI: বাড়িতে বসেই ইন্টারন্যাশনাল মোবাইল...
UPI: বাড়িতে বসেই ইন্টারন্যাশনাল মোবাইল নম্বরে টাকা পাঠানো যাবে, জানুন কীভাবে
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই (NPCI) সম্প্রতি ঘোষণা করেছে, যে সকল অনাবাসী ভারতীয়দের (NRI) ভারতে...ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই (NPCI) সম্প্রতি ঘোষণা করেছে, যে সকল অনাবাসী ভারতীয়দের (NRI) ভারতে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তারা এখন তাদের আন্তর্জাতিক মোবাইল নম্বর ব্যবহার করে ইউপিআই (UPI) পেমেন্ট করতে পারবেন। মূলত দশটি দেশে বসবাসকারী প্রবাসী ভারতীয়দেরকে প্রথমে এই সুবিধা প্রদান করার কথা ভেবেছে এনপিসিআই৷ এর মধ্যে রয়েছে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডা, হংকং, ওমান, কাতার, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী ও যুক্তরাজ্য। জানা গিয়েছে যে, আগামী ৩০ এপ্রিলের মধ্যে এই প্রক্রিয়াটি চালু হবে, যার দৌলতে Paytm, Google Pay সহ আরও একাধিক প্ল্যাটফর্ম মারফত ইউপিআই পেমেন্ট করতে পারবেন অনাবাসী ভারতীয়রা৷
এবার ইন্টারন্যাশনাল মোবাইল নম্বর ব্যবহার করে UPI পেমেন্ট করতে পারবেন প্রবাসী ভারতীয়রা
এনপিসিআই-এর সরকারি সার্কুলারে বলা হয়েছে, "ফেমা প্রবিধান" (FEMA regulations) লঙ্ঘন না করে এবং সেইসাথে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই (RBI)-এর নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করে এই নয়া নিয়মটি চালু করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে যে, আপাতত দশটি দেশের অনাবাসী ভারতীয়দের জন্য এই সুযোগটি উপলব্ধ হলেও ভবিষ্যতে আরও অনেক দেশের মানুষ এই সুবিধা পেতে সক্ষম হবেন। মূলত যে সকল অনাবাসী ভারতীয়রা ভারত সফরে এলেও তারা তাদের ইন্টারন্যাশনাল মোবাইল নম্বরটি ব্যবহার করতেই পছন্দ করেন, তারা এনপিসিআই-এর এই নয়া নিয়মের সৌজন্যে ব্যাপকভাবে উপকৃত হবেন।
ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় এক নয়া বিপ্লবের সঞ্চার করেছে UPI
উল্লেখ্য যে, প্রায় বছর ছয়েক আগে চালু হওয়ার পর থেকে ডিজিটালি পেমেন্ট করার ক্ষেত্রে আপামর ভারতীয়দেরকে ব্যাপকভাবে সাহায্য করেছে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই। এর সুবাদে BHIM, PhonePe, Google Pay-এর মতো অ্যাপগুলি বর্তমান সময়ে ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম হিসেবে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে। এর দৌলতে জরুরি অবস্থায় কাউকে টাকা পাঠাতে হলে কিংবা অনলাইন শপিংয়ের পর পেমেন্ট করার পরিস্থিতি এলে এখন আর ইউজারদেরকে ব্যাংকের দোরগোড়ায় গিয়ে লাইন দিতে হয় না, বরং মুঠোবন্দি ফোনে থাকা মানি ট্রানজ্যাকশন অ্যাপে তৈরি করা ইউপিআই অ্যাকাউন্টের মাধ্যমে ইচ্ছেমতো ডিজিটালি অর্থ প্রেরণ করে ফেলা যায়। অর্থাৎ সহজে বললে, মাত্র কয়েকটা ক্লিকেই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের জন্য বর্তমান সময়ে এক অন্যতম বিকল্প হল ইউপিআই।
UPI ID কীভাবে তৈরি করতে হয়?
প্রসঙ্গত বলে রাখি, ইউপিআই অ্যাকাউন্ট মারফত টাকা ট্রান্সফার করতে হলে ইউজারদেরকে একটি ইউপিআই আইডি তৈরি করতে হয়। সেক্ষেত্রে ধরা যাক, কেউ Google Pay-তে ইউপিআই আইডি তৈরি করতে চাইছেন; তাহলে সংশ্লিষ্ট ইউজারকে তার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস এবং একটি দশ ডিজিটের মোবাইল নম্বর প্রোভাইড করতে হবে। উল্লেখ্য যে, Paytm-এর মতো পেমেন্ট অ্যাপ্লিকেশনগুলির ইউপিআই আইডি সাধারণত ব্যবহারকারীর ফোন নম্বর@UPI দিয়ে শুরু হয়, অর্থাৎ, XXXXXXXXXX@paytm। এই প্রসঙ্গে এনপিসিআই জানিয়েছে যে, ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত তাদের ৩৮২ টি পার্টনার ব্যাংক রয়েছে। গত মাসে ইউপিআই সিস্টেমের মাধ্যমে অর্থ প্রদানের পরিমাণ ১২.৮২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যাকে সর্বকালীন রেকর্ড বলা চলে। ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (DFS) এক টুইটে জানিয়েছে, কেবল ২০২২ সালের ডিসেম্বরে ৭৮২ কোটি ডিজিটাল ট্রানজ্যাকশন হয়েছে, যা নিঃসন্দেহে চমকপ্রদ।