চিন্তা শেষ, Internet ছাড়াই সেকেন্ডের মধ্যে Gmail থেকে পাঠান Email

আপনি কি প্রতিনিয়ত ইন্টারনেট সমস্যার সম্মুখীন হন এবং গুরুত্বপূর্ণ মেল পাঠাতে গিয়ে সমস্যায় পড়েন? তাহলে আর চিন্তা নেই,...
Julai Modal 31 Aug 2022 8:21 PM IST

আপনি কি প্রতিনিয়ত ইন্টারনেট সমস্যার সম্মুখীন হন এবং গুরুত্বপূর্ণ মেল পাঠাতে গিয়ে সমস্যায় পড়েন? তাহলে আর চিন্তা নেই, কারণ এখন আপনি অফলাইনে জিমেল (Gmail) ব্যবহার করতে পারেন। আজ্ঞে হ্যাঁ! যেখানে ইন্টারনেট ছাড়া একটি দিনও কল্পনা করা কঠিন, প্রায় সব কাজেই ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। সেখানে ইন্টারনেট ছাড়াই জিমেল ব্যবহার করার সুবিধা পাওয়া এক কথায় অলৌকিক। আসুন কীভাবে তা সম্ভব জেনে নেওয়া যাক।

Internet ছাড়াই Gmail থেকে করুন Email

ইন্টারনেট ছাড়া জিমেল ব্যবহার করার জন্য আপনাকে mail.google.com -এ যেতে হবে। এখানে আপনি মেল পড়তে পারবেন। এমনকি যদি আপনার ইন্টারনেট কানেক্টিভিটি নাও থাকে, তাহলেও ইমেলের উত্তর দেওয়া এবং মেল অনুসন্ধান করা সম্ভব। আসুন কীভাবে অফলাইনে জিমেল ব্যবহার করা যাবে জেনে নেওয়া যাক।

১. প্রথমে আপনার কম্পিউটারে Chrome ডাউনলোড করুন। আপনি শুধুমাত্র Chrome ব্রাউজার উইন্ডোতে Gmail অফলাইনে ব্যবহার করতে পারবেন। এরজন্য জিমেল অফলাইন সেটিংসে যান বা - লিংকে ক্লিক করুন।

২. এবার অফলাইন মেল অপশন সক্রিয় করুন। এখানে আপনার সেটিংস চয়ন করুন, যেমন আপনি কত দিনের মেসেজ সিঙ্ক করতে চান, এবং অবশেষে সেভ মেসেজ অপশনে ক্লিক করুন।

৩. অফলাইনে ব্যবহার করতে আপনি ক্রোম ব্রাউজারে Gmail বুকমার্কও করতে পারেন। এছাড়া অফলাইনে কেবল ইমেল অ্যাক্সেস করা জন্য, 'ইনবক্স' বুকমার্ক করতে পারবেন।

Show Full Article
Next Story