Virtual ATM: ভারতীয় সংস্থার নয়া আবিষ্কার, ATM ছাড়াই তুলতে পারবেন ক্যাশ

করোনা মহামারীর পর থেকেই দেশে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ UPI-এর ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যার ফলে...
techgup 16 Feb 2024 3:19 PM IST

করোনা মহামারীর পর থেকেই দেশে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ UPI-এর ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যার ফলে বর্তমানে মানুষ বাড়ির বাইরে যাবার সময় নগদ অর্থ নিয়ে যাওয়া প্রায় বন্ধই করে দিয়েছে। আর UPI-এর ক্রমবর্ধমান জনপ্রিয়তার সাথে ব্যবহারকারীরা তাদের ক্রেডিট এবং ডেবিট কার্ডগুলোও সঙ্গে নিয়ে বাইরে যাচ্ছেন না। কারণ এটিএমেও UPI পরিষেবা পাওয়া যাবে।

সম্প্রতি ইকোনমিক টাইমসের একটি রিপোর্ট অনুসারে, চণ্ডীগড় ভিত্তিক ফিনটেক্স কোম্পানি, পেমার্ট ইন্ডিয়া, ভারতে "ভার্চুয়াল এটিএম" পরিষেবার মাধ্যমে নগদ ব্যবহারের ক্ষেত্রে বিপ্লব ঘটাতে শুরু করেছে। পেমার্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড তাদের এই নতুন পরিষেবাটিকে "ভার্চুয়াল এটিএম" হিসেবে উল্লেখ করেছে। আর এই "ভার্চুয়াল এটিএম"-এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই এটিএম কার্ড ছাড়া নগদ টাকা সংগ্রহ করতে পারবেন।

ভার্চুয়াল এটিএম কি ?

ভার্চুয়াল এটিএম হলো কার্ড বিহীন নগদ অর্থ সংগ্রহ পরিষেবা, যা ডেবিট এবং ক্রেডিট কার্ডের ব্যবহার ছাড়াই বা ঐতিহ্যবাহী এটিএমে না গিয়েই নগদ অর্থ সংগ্রহ করার সুযোগ দেয়।

ভার্চুয়াল এটিএম কিভাবে কাজ করে ?

এই ভার্চুয়াল এটিএম ব্যবহার করার জন্য আপনাকে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে, যেমন -

  • এর জন্য আপনার প্রথমেই দরকার ইন্টারনেট কানেকশন সহ একটি স্মার্টফোন।
  • আর টাকা তোলার অনুরোধ করার জন্য আপনাকে অবশ্যই আপনার ব্যাঙ্কের মোবাইল অ্যাপ ব্যবহার করতে হবে। এছাড়াও, ব্যাঙ্কের রেজিস্টার্ড মোবাইল নম্বরটি ফোনে থাকতে হবে।
  • টাকা তোলার অনুরোধের পর ব্যাঙ্ক একটি ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠাবে।
  • এবার নগদ টাকা তোলার জন্য ভার্চুয়াল এটিএম সার্ভিসের মোবাইল অ্যাপে তালিকাভুক্ত নিকটবর্তী দোকানে ওটিপি দেখাতে হবে।
  • এরপর সেখান থেকে নগদ টাকা সংগ্রহ করতে পারবেন।

ভার্চুয়াল এটিএম কিভাবে ব্যবহার করবেন?

  • প্রথমে আপনার মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ খুলুন এবং ভার্চুয়াল এটিএম অপশনটি সিলেক্ট করুন।
  • এরপর আপনি যে পরিমাণ টাকা তুলতে চান সেটি লিখুন এবং পেমেন্ট নিশ্চিত করুন।
  • এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে।
  • এবার দোকানের মালিককে মোবাইল নম্বর দেখিয়ে ওটিপি শেয়ার করুন এবং তার কাছ থেকে নগদ টাকা সংগ্রহ করুন।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে এই ভার্চুয়াল এটিএম পরিষেবাটি চণ্ডীগড়, দিল্লি, হায়দ্রাবাদ, চেন্নাই এবং মুম্বাইয়ের মতো কয়েকটি শহরের মধ্যেই সীমাবদ্ধ। তবে আশা করা যায় চলতি বছরের মে মাস নাগাদ সারা দেশে এই পরিষেবা লঞ্চ হতে পারে।

Show Full Article
Next Story