ফোল্ডেবল ফোনের জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে। আর সেই কারণেই বর্তমানে বাজারে অনেক ব্র্যান্ডের ও বিভিন্ন স্টাইলের ফোল্ডেবল ফোন উপস্থিত আছে। তবে Huawei আরও একধাপ এগিয়ে ট্রাই-ফোল্ডিং ফোন আনছে বলে খবর। অর্থাৎ এই ডিভাইসটিকে তিনবার ভাঁজ করা যাবে। আজ কোম্পানির সিইও স্মার্টফোনটির লঞ্চের টাইমলাইন সামনে এনেছেন।
আগামী মাসে আসছে ট্রাই ফোল্ডেবল ফোন
জিএসএমএরিনার এক রিপোর্টে বলা হয়েছে, কনজিউমার বিজনেস ডিভিশনের সিইও রিচার্ড ইউ’কে একবার নয়, দু’বার ট্রিপল-ফোল্ড ডিভাইস ব্যবহার করতে দেখা গেছে। এছাড়া সম্প্রতি এক অনুষ্ঠানে আসন্ন ট্রিপল ফোল্ড স্মার্টফোন নিয়েও কথা বলেন তিনি। ইভেন্ট চলাকালীন, একজন ফ্যান ইউ’কে ট্রাই-ফোল্ড ফোনটি লঞ্চ করার বিষয়ে প্রশ্ন করেন, যার উত্তরে তিনি উত্তর দেন – “পরের মাসে। “
যদিও সংস্থার তরফে এখনও অফিসিয়ালি কোনও তথ্য জানানো হয়নি, তবে সিইও যেহেতু বলেছেন ‘পরের মাসে,’ সেক্ষেত্রে আশা করাই যায় Huawei ট্রাই-ফোল্ড স্মার্টফোন সেপ্টেম্বরে লঞ্চ হবে।
এদিকে এই ফোনটির বিষয়ে সংস্থার তরফে এখনও কিছু না জানানো হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুঞ্জন ও জল্পনা তৈরি হচ্ছে। এই মাসের শুরুতে, হুয়াওয়ে সিইও ইউ এর একটি ছবি ভাইরাল হয়েছিল, যেখানে তিনি আসন্ন ট্রাই-ফোল্ড স্মার্টফোনে কাজ করছিলেন। ছবিতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এতে বাম দিকের স্ক্রিনে সেলফি ক্যামেরার জন্য একটি সেন্টার পাঞ্চ-হোল কাটআউট থাকবে। আর এটি বেশ পাতলা হবে।