HyperOS 2 Android 15

বদলে যাবে শাওমি রেডমি ফোন, অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২ কাস্টম ওএস লঞ্চ হল

HyperOS 2 Android 15 - অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২ (HyperOS 2) কাস্টম ওএসের উপর থেকে পর্দা সরানো হয়েছে। এই কাস্টম ওএসের মাধ্যমে স্মার্টফোন, টিভি, স্মার্টওয়াচ, গাড়ি ও স্মার্ট হোম ডিভাইস লিঙ্ক করা যাবে।

Julai Mondal 29 Oct 2024 9:18 PM IST

আজ লঞ্চ হয়েছে বহু প্রতীক্ষিত শাওমি ১৫ সিরিজ। এর সাথে এসেছে শাওমি প্যাড ৭ সিরিজ। এর পাশাপাশি এই লঞ্চ ইভেন্টে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২ (HyperOS 2) কাস্টম ওএসের উপর থেকে পর্দা সরানো হয়েছে। এই কাস্টম ওএসের মাধ্যমে স্মার্টফোন, টিভি, স্মার্টওয়াচ, গাড়ি ও স্মার্ট হোম ডিভাইস লিঙ্ক করা যাবে। সংস্থার তরফে জানানো হয়েছে যে, হাইপারওএস ২ শাওমি হাইপারকোর প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে বানানো হয়েছে। আসুন এই কাস্টম ওএস এর ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

হাইপারওএস ২ এর ফিচার

এআই ফিচার

নতুন হাইপারওএস ২ একাধিক এআই ফিচার সহ এসেছে। আপনার স্বভাবের উপর ভিত্তি করে ডায়নামিক ওয়ালপেপার সারাদিন ওয়ালপেপার বদলাতে থাকবে। আবার ফোনে মুভি-লাইক লক স্ক্রিন পাওয়া যাবে। এছাড়া হাইপারওএস ২ ডায়নামিক অ্যানিমেশন সহ এসেছে। এতে নতুন সুপার শাওএআই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে। এর সাথে এআই ম্যাজিক পেইন্টিং, রিয়েল টাইম ভয়েস টু টেক্সট ট্রান্সক্রিপশন, এআই ফ্রড ডিটেকশন ফিচার দেওয়া হয়েছে।

পারফরম্যান্স বৃদ্ধি ও গ্রাফিক্স

অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস আদতে শাওমির হাইপারকোর প্ল্যাটফর্ম ব্যবহার করে ডেভেলপ করা হয়েছে। নয়া এই প্ল্যাটফর্মের মাধ্যমে সিস্টেম আরও দ্রুত কাজ করবে। আর এতে হেটারোজিনিয়াস কম্পিউটিং মেথড উপস্থিত, যা ইমেজ প্রসেসের ধরনে পরিবর্তন আনবে। আর এই মেথড একাধিক টাস্ককে আলাদা আলাদা প্রসেসরে পাঠিয়ে দিতে পারে। তাই ভিডিও দেখা বা গেম খেলার সময় স্মুথ ভিজ্যুয়াল পাওয়া যায়।

শক্তিশালী কানেকশন

নয়া হাইপারওএস ২ আরও ভালো ওয়াইফাই, ব্লুটুথ, ৫জি কানেক্টিভিটি প্রদান করবে। এরফলে কলিং, গেমিং বা স্ট্রিমিংয়ের সময় ব্যবহারকারীরা অবিচ্ছিন্ন কানেকশন পাবেন। আর এতে শাওমি হাইপারকানেক্ট ফিচার রয়েছে। এর মাধ্যমে খুব দ্রুত, স্মার্টফোন, টিভি সহ বিভিন্ন ডিভাইসে ফাইল ট্রান্সফার করা যাবে।

ক্রস ইকোসিস্টেম ডিভাইস সংযুক্তি

হাইপারওএস ২ আপডেটেড ওয়ান্ডারফুল ডেস্কটপ ২.০ ফিচার সহ এসেছে। এটি ব্যবহারকারীদের একাধিক ডিভাইসে অ্যাপ চালাতে দেবে। উদাহরণস্বরূপ আপনি হয়তো ফোন থেকে কোনো অ্যাপে কাজ শুরু করলেন এবং টিভি বা কম্পিউটারে শেষ করলেন। এরজন্য অ্যাপ রিইনস্টল করতে হবে না।

Show Full Article
Next Story