Redmi, Realme-দের বুড়ো আঙুল দেখিয়ে Infinix AI ফিচার লঞ্চ করল Infinix, বিরাট সুবিধা পাবে ফোন ব্যবহারকারীরা

এখন এআই ফিচার ট্রেন্ডিং। স্মার্টফোন, ল্যাপটপ সহ বিভিন্ন গ্যাজেটে এখন এআই ফিচার উপস্থিত। যেকারণে Infinix আজ Infinix AI...
Ankita Mondal 7 Oct 2024 3:38 PM IST

এখন এআই ফিচার ট্রেন্ডিং। স্মার্টফোন, ল্যাপটপ সহ বিভিন্ন গ্যাজেটে এখন এআই ফিচার উপস্থিত। যেকারণে Infinix আজ Infinix AI সলিউশন নিয়ে হাজির হল। এরফলে ইনফিনিক্স স্মার্টফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতা বদলে যাবে। ফোনে এআই প্রযুক্তি চলে এলে মুহূর্তে বিভিন্ন কাজ করতে সমর্থ হবেন ব্যবহারকারীরা। আসুন Infinix AI সলিউশনের অধীনে কি কি ফিচার আজ লঞ্চ হয়েছে জেনে নেওয়া যাক।

AI ভিত্তিক Folax অ্যাসিস্ট্যান্ট

আজ ইনফিনিক্স তাদের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য Folax অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করেছে, যা এআই চালিত। এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জিপিটি ৪.০ ও গুগল জেমিনির সাহায্য নিয়ে কাজ করবে। এই ভয়েস অ্যাসিস্ট্যান্টে টেক্সট, ভয়েস ও ছবির মাধ্যমে কিছু জানতে চাইলে তৎক্ষণাৎ জবাব মিলবে।

প্রতিদিনের কাজ সহজে করে দেবে Infinix AI এর বিভিন্ন ফিচার

ইনফিনিক্স এআই বিভিন্ন ফিচার অফার করবে, যেগুলি পার্সোনাল ও প্রফেশনাল কাজে সাহায্য করবে। কোনো ছবি বা ডকুমেন্ট থেকে টেক্সট খুঁজে ‌লিখে দেওয়া থেকে শুরু করে বড় লেখার সামারি তৈরি করা, সব কাজই করে দেবে ইনফিনিক্স এআই। এছাড়া তথ্য অনুসন্ধানের কাজ, ছবি এডিট সহ বিভিন্ন প্রফেশনাল কাজ এক মুহুর্ত করে ফেলা যাবে।

Infinix AI এর বিভিন্ন ফিচার

ইনফিনিক্সের তরফে জানানো হয়েছে, তাদের নতুন এআই সলিউশন এআই ওয়ালপেপার, এআই ইরেজার, স্মার্ট কাটআউট, এআই স্কেচ, স্মার্ট সার্চ প্রভৃতি ফিচার অফার করবে। আর এই সলিউশনে ১০০টি ভাষা সাপোর্ট করবে।

Show Full Article
Next Story